
শনিবার || ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক – মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টাতুলসী গ্যাবার্ডের মন্তব্যে সম্পর্কে প্রভাব পড়বে না – অর্থ উপদেষ্টা
প্রকাশিতঃ ১৯ মার্চ ২০২৫, বুধ, ১:১৪ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৩৩ বার।

বাংলাদেশ পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
“ওনার মন্তব্যে অর্থনৈতিক, দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক কোনো সম্পর্কেই কোনো প্রভাব পড়বে না” বলেন মি. আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।
তুলসী গ্যাবার্ড ভারত সফরে এসে সে দেশের চ্যানেল এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, বাংলাদেশ পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।
সোমবার সাক্ষাৎকারটি প্রকাশিত হলে বাংলাদেশে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক
অগাস্টের পটপরিবর্তনের পর বাংলাদেশের হিন্দুদের ওপর সংঘটিত আক্রমণ ধর্মীয় নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এসব ক্ষেত্রে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সফররত গ্যারি পিটার্স মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে গ্যারি পিটার্স তার নির্বাচনি এলাকা মিশিগানে বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন।
সেখানে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অনেক ভুল তথ্য ছড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য তুলে ধরেন অধ্যাপক ইউনূস।
তাদের আলাপে বাংলাদেশের নির্বাচন এবং সংস্কার প্রসঙ্গও উঠে আসে।
ড. ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি ছোট আকারের সংস্কার চায়, তাহলে ডিসেম্বর নাগাদ নির্বাচন হবে। তবে তারা যদি অন্তর্বর্তী সরকারের কাছে বড় সংস্কার চায়, তাহলে আরো কয়েকমাস পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।
যেসব সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তাদের সংস্কার প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেই জুলাই চার্টারে সবাই স্বাক্ষর করবেন বলেও প্রধান উপদেষ্টা জানিয়েছেন।
কীভাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরো গভীর করে তোলা যায়, সেই বিষয়েও আলোচনা করেছেন সিনেটর গ্যারি পিটার্স ও ড. ইউনূস।
এ জাতীয় আরো সংবাদ

ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতার উদ্যোগ নেবে বিএনপি...
প্রকাশিতঃ ২৪ এপ্রিল ২০২৫, বৃহঃ, ১২:১৯ পূর্বাহ্ণ
মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
প্রকাশিতঃ ২২ এপ্রিল ২০২৫, মঙ্গল, ১১:৩১ অপরাহ্ণ
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি
প্রকাশিতঃ ২২ এপ্রিল ২০২৫, মঙ্গল, ১১:০৬ অপরাহ্ণ
ঈদের পরে কোন পথে রাজনীতি? কী পরিকল্পনা বিএনপি, জামায়াত...
প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৫, মঙ্গল, ১২:০১ পূর্বাহ্ণ
অটোমানদের ঈদ কেমন ছিল?
প্রকাশিতঃ ৩১ মার্চ ২০২৫, সোম, ১১:২৬ অপরাহ্ণ
আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি: প্রধান উপদেষ্টা
প্রকাশিতঃ ২৬ মার্চ ২০২৫, বুধ, ১২:১৪ পূর্বাহ্ণ