জেলায় জলাবদ্ধ বিলের বুকে চিরসবুজের আলপনা: মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে আয় ৫৩৫কোটি টাকা
Image

মঙ্গলবার || ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

জেলায় জলাবদ্ধ বিলের বুকে চিরসবুজের আলপনা: মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে আয় ৫৩৫কোটি টাকা

প্রকাশিতঃ ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহঃ, ১২:১৩ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৯১ বার।

জেলায় জলাবদ্ধ বিলের বুকে চিরসবুজের আলপনা: মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে আয় ৫৩৫কোটি টাকা

সাতক্ষীরার যে বিলগুলোতে সবুজ ধানের কচি চারায় দুলতো কৃষকের স্বপ্ন, সেই বিলগুলোতে এখন পানি থৈ থৈ করছে। জলাবদ্ধ বিলগুলোতে বেড়িবাঁধ দিয়ে আমন মৌসুমে কৃষকরা চাষ করছেন মাছ। বেড়িবাঁধের উপর চাষ করছেন বিভিন্ন প্রকার সবজি। সাতক্ষীরা জেলাজুড়ে জলাবদ্ধ এলাকায় এখন কৃষকরা আমনের ক্ষতি পুষিয়ে নিচ্ছেন মাছ আর সবজি চাষ করে। তাই কোমর বেঁধে সমন্বিত চাষে নেমেছেন কৃষকরা।

সাতক্ষীরার তালা ও আশাশুনি উপজেলার কলাগাছি, রাজাপুর, মহিষাডাঙ্গা, দাঁতপুর এলাকায় গেলে দেখা মেলে এমন দৃশ্য।
এসব এলাকায় যতদূর দৃষ্টি যায় পানির সাথে দেখা মেলে লাউ, শিম, বরবটি, খিরাই, ধুন্দল, ঢেঁড়স, মিষ্টি কুমড়াসহ নানা প্রকার সবজি। এ যেন রূপালি জলের বুকে চির সবুজের আলপনা।

আশাশুনি উপজেলার দাঁতপুর এলাকার কৃষক মঙ্গল সরকার বলেন, তিনি লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে শুরু করেন মাছ চাষ। ঘেরে মাছ আর বেড়িবাঁধে সবজি। একসাথে দুই রকম চাষ কীভাবে করলেন—এমন প্রশ্নের জবাবে মঙ্গল সরকার বলেন, ঘেরের মাছের পোনা ক্রয়ের পাশাপাশি বিনিয়োগকৃত অর্থের একটা বড় অংশ চলে যায় ঘেরের বেড়িবাঁধে। তাই ভাবলাম-বেড়িবাঁধের জায়গা ফেলে না রেখে সেখানে সবজি চাষ করি। যেমন ভাবা, তেমন কাজ। বর্ষাকালে ঘেরের পানি মিষ্টি থাকে। তাই এই সময় সবজির বীজ বপন করি। তারপর দেখা যায়, সবজি থেকে ভালো আয় হচ্ছে। লাভও পাচ্ছি। সেখান থেকে মাছের সাথে ঘেরের বেড়িবাঁধে বিভিন্ন প্রকার সবজির চাষ করি। মাছ ও সবজি থেকে ধানের কয়েকগুন বেশি আয় করতে পারি।

তালা উপজেলার কলাগাছি গ্রামের অলোক মন্ডল ব্যবসার পাশাপাশি চাষ করেন মাছও। তিনিও একইভাবে ঘেরের বেড়িবাঁধে সবজি চাষ করেন। তিনি বলেন, জোয়ারের পানি আর বৃষ্টির জলের চাপে ঘেরের বেড়িবাঁধ ডুবে যায়। যার কারণে সবজির চারা সব মরে যায়। অনেক ক্ষতি হয় তার। তিনি বলেন, যেভাবে চারাগুলোতে ফলন ধরেছিল এখন থাকলে আমি দেড় লাখ টাকার মতো আয় করতে পারতাম। কিন্তু বৃষ্টির পানি আমার সর্বনাশ করে দিলো।

শুধু অলোক মন্ডল নয়, তার মতো ঠাকুর দাশ, বিকাশ মন্ডল, হরিপদ, মুকুন্দ মন্ডলও লোকসানের ক্ষতির হয়েছেন। তারা বলেন, এবছর বাম্পার ফলন হতো। কিন্তু ঘেরের বেড়িবাঁধে পানি উঠায় সব শেষ হয়েছে। একদিকে সবজি নষ্ট আবার অন্য দিকে বেড়িবাঁধের উপরে পানি উঠায় মাছও ভেসে গেছে।

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামের মাছ চাষী ফজর আলী দীর্ঘ ৩০বছর অন্যের জমি লিজ নিয়ে মাছ চাষ করছেন। একই সাথে শুকনো মৌসুমে ধান ও ঘেরের আইলে সবজি চাষ করে লাভবান হয়েছেন তিনি। তার মতোই জেলার বিভিন্ন এলাকার চাষীরা মাছ চাষের পাশাপাশি ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ করে বাড়তি আয় করছেন। কৃষক ফজর আলী বলেন, এ পর্যন্ত প্রায় এক লক্ষ টাকার তরকারি বিক্রি করেছি। আর সামনে যা বেচা বিক্রি হবে আশা করি এখনও লাখ দুই টাকা হতে পারে। ঘেরপাড়ে উৎপাদিত এসব সবজি ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে। একই সাথে রাজধানী ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা এখানে আসছেন সবজি কিনতে। এতে লাভবান হচ্ছেন চাষীরা। পাশাপাশি কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের।

কৃষকরা বলেন, আমরা ঘেরের বেড়িবাধে সবজি লাগাই। এখন তাতে বরবটি, উচ্ছে, খিরাই, লাউ ও কুমড়োসহ বিভিন্ন প্রকার সবজি উৎপন্ন হচ্ছে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে সমন্বিত চাষাবাদ। দুই দশক আগেও সাতক্ষীরার বিস্তীর্ণ বিল এলাকায় চাষ হতো সোনালী ধান। তবে নদীখাল ভরাট হয়ে জলবদ্ধতার কারণে গেল দশক থেকে এসব বিলে শীত মৌসুমে ধান ও বর্ষা মৌসুমে করা হচ্ছে মাছ চাষ। একই সাথে এসব ঘেরের আইলে সবজি চাষ করে কৃষি অর্থনীতির ব্যাপক পরিবর্তন ঘটিয়েছেন জেলার চাষীরা। বিগত কয়েক বছরে মাছের ঘেরের আইলে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে ৬৫হেক্টর বেশি জমিতে সবজির চাষ হয়েছে। আমরা যদি এই সমস্ত ঘেরের পাড়গুলো এভাবে সবজি চাষের আওতায় আনতে পারি তাহলে কৃষকগণ তা বিক্রি করে লাভবান হবেন এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

চলতি মৌসুমে জেলায় ঘেরের পাড়ে ৯৪০হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে, যা গত মৌসুমে ছিল ৮৭৫হেক্টর। যেখান থেকে মোট ১৭হাজার ৮৬০টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখান থেকে উৎপাদিত সবজির বাজার মূল্য অন্তত ৫৩৫কোটি টাকা বলে জানান কৃষি বিভাগের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরো সংবাদ

সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্যে কি চাপে পড়েছে জাতীয় নাগরিক পার্টি?

সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্যে কি চাপে পড়েছে জাতীয় নাগরিক...

প্রকাশিতঃ ২৪ মার্চ ২০২৫, সোম, ১২:৩৯ পূর্বাহ্ণ

একই ব্যক্তি টিভি ও পত্রিকার মালিক হতে পারবেন না,...

প্রকাশিতঃ ২৪ মার্চ ২০২৫, সোম, ১২:২৮ পূর্বাহ্ণ

দুর্নীতির অভিযোগ নিয়ে টিউলিপ সিদ্দিক এবং দুদকের পাল্টাপাল্টি চিঠি

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৫, বৃহঃ, ১২:০০ পূর্বাহ্ণ

।রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র প্রধান আতাউল্লাহ নারায়ণগঞ্জে গ্রেফতার

প্রকাশিতঃ ১৯ মার্চ ২০২৫, বুধ, ১:২৪ পূর্বাহ্ণ

হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক – মার্কিন সিনেটরকে...

প্রকাশিতঃ ১৯ মার্চ ২০২৫, বুধ, ১:১৪ পূর্বাহ্ণ

জাহাঙ্গীরনগরে ৯ জন শিক্ষক বরখাস্ত, বহিষ্কার ২৮৯ জন শিক্ষার্থী

প্রকাশিতঃ ১৯ মার্চ ২০২৫, বুধ, ১:০৬ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন

প্রকাশিতঃ ৫ মার্চ ২০২৫, বুধ, ১০:৫৬ অপরাহ্ণ