পাহাড় পরিমাণ দুর্নীতি: গভীর সংকটে সাতক্ষীরা সিটি কলেজ
Image

মঙ্গলবার || ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

পাহাড় পরিমাণ দুর্নীতি: গভীর সংকটে সাতক্ষীরা সিটি কলেজ

প্রকাশিতঃ ২০ জানুয়ারি ২০২৪, শনি, ১০:১৮ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩০০ বার।

পাহাড় পরিমাণ দুর্নীতি: গভীর সংকটে সাতক্ষীরা সিটি কলেজ

ডুকরে কাদছে অসংখ্য শিক্ষক কর্মচারী, চাকুরি হারানো ও জেলে যাওয়ার ভয় অনেকের
একদিকে দুর্নীতি দমন কমিশন প্রতিমাসে খাতা-পত্র নিয়ে ডেকে পাঠাচ্ছে সাতক্ষীরা সিটি কলেজের বর্তমান-সাবেক অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী এবং বিভিন্ন সময়ে দায়িত্বপালনকারী গভর্নিং কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের। অপরদিকে ইতোপূর্বে দায়ের করা দুদকের মামলায় আসামী হয়ে এবং মন্ত্রণালয়ের নীরিক্ষা প্রতিবেদনে বেতন ফেরতপূর্বক এমপিও বাতিলের সুপারিশে আতঙ্কিত রয়েছেন অনেকে। এরমধ্যেও প্রায় ২০টি শূন্য পদে এমপিওভুক্তির জন্য অপেক্ষামান ননএমপিও শিক্ষকদের পাশ কাটিয়ে অন্যদের নিকট থেকে চাকরি দেওয়ার নামে অগ্রিম নেওয়া টাকা ফেরতের জন্য দেন দরবার এবং সর্বোপরি চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে আশংকাজনকভাবে শিক্ষার্থী হ্রাস পাওয়ায় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের বেতন বন্ধ হওয়ায় আশঙ্কায় চরম অস্থিরতা তৈরী হয়েছে সাতক্ষীরা সিটি কলেজে। এরই মধ্যে নতুন সভাপতি নিয়ে শুরু হয়েছে বিভিন্ন মহলে রশি টানাটানি।

বৃহস্পতিবার কলেজটিতে যেয়ে শিক্ষক কর্মচারী এবং উপস্থিত কয়েকজনের সাথে আলাপকালে এধরণের হাজারো তথ্য বেরিয়ে আসে। তবে, শিক্ষক কর্মচারীদের কেউ পত্রিকায় তাদের নাম প্রকাশ করতে রাজি হননি। একজন শিক্ষক বলেন, চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে বর্তমানে কলেজটির শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। তিনি এইচএসসি ও ডিগ্রি পর্যায়ের একটি বিভাগের নাম উল্লেখ করে বলেন, সেখানে বর্তমানে শিক্ষার্থী রয়েছে ৭জন এবং এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন ৯জন। এই ৯জন শিক্ষক ৭জন শিক্ষার্থীকে পড়িয়ে প্রতিমাসে তিন লক্ষাধিক টাকা বেতন তুলছেন। বিষয়টি মন্ত্রণালয় জানতে পারলে সকলের বেতন বন্ধ হবে। কিন্তু কর্তৃপক্ষের শিক্ষার্থী বাড়ানোসহ এব্যাপারে কোন মাথাব্যথা নেই। সেখানে টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। আরো একাধিক বিভাগে এই একই অবস্থা বিরাজ করছে বলে তিনি নিশ্চিত করেন।

অপর একজন শিক্ষক বলেন, ননএমপিও শিক্ষক হিসেবে একযুগেরও বেশি সময় আগে তিনি কলেজটিতে যোগদান করেন। কয়েক বছর পর তার সাবজেক্টে একটি পদ শূন্য হয়। জনবল কাঠামো অনুযায়ী সিনিয়র হিসেবে তার ঐ পদে স্বাভাবিক নিয়মেই এমপিও হওয়ার কথা। তারপরও চাপ প্রয়োগ করে গভর্নিং বড়ির তৎকালীন সভাপতি তিন লাখ টাকা এবং অধ্যক্ষ সাড়ে তিনলাখ টাকা গ্রহণ করেন। পরে অপর একজন বেশি টাকা দেওয়ায় তথ্য ও কাগজপত্র জালিয়াতি করে সেই ব্যক্তিকে সিনিয়র দেখিয়ে এমপিও করানো হয়। তাকে পরবর্তীতে এমপিও করানো হবে প্রতিশ্রুতি দিয়ে সভাপতি ও অধ্যক্ষের গ্রহণকৃত সাড়ে ৬ লাখ টাকা ফেরৎ দেওয়া হয়নি। ক্রন্দনরত অবস্থায় তিনি বলেন, বর্তমানে তার বিভাগে আবারো একটি পদশূন্য হয়েছে। শুনেছি বর্তমান অধ্যক্ষ নতুন একজনের নিকট থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন। তিনি আরো বলেন, নতুন চাকরি করার আর বয়স নেই। তাছাড়া প্রথমবার এমপিও হওয়ায় সুযোগ তৈরীর সময় সাড়ে ৬ লাখ টাকা ছাড়াও বিভিন্ন সময়ে তিনি তার সহায় সম্পত্তি খুইয়ে কলেজ কর্তৃপক্ষকে টাকা দিয়েছেন। এখন তার এমপিওভুক্তি না হলে আত্মহত্যা করা ছাড়া তার আর কোন উপায় থাকবে না বলে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।
অপর একজন শিক্ষক বলেন, ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে বেসরকারি কলেজের শিক্ষক নিয়োগ এনটিআরসিএ এর অধিনে চলে যায়। তবে, যেসব শিক্ষক এই পরিপত্র জারির পূর্ব থেকে ননএমপিও শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিল তাদের ক্ষেত্রেও এই নীতিমালা শিথিল করা হয়। কিন্তু কাগজপত্র জালিয়াতি করে পূর্বে নিয়োগপ্রাপ্ত দেখিয়ে পরবর্তীতে ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত নতুন ২১জনকে এমপিওভুক্ত করা হয়। এছাড়াও অনার্স মাস্টার্সে আরো ২৪জনকে নিয়োগ দেওয়া হয়। ঐ শিক্ষক বলেন, এই শিক্ষকদের প্রত্যেকের নিকট থেকে নিয়োগের সময় ১০/১২ লাখ এবং এমপিওভুক্তির সময় আরো ৪/৫ লাখ টাকা নেওয়া হয়। সবমিলিয়ে এমপিওভুক্ত এবং অনার্স মাস্টার্সের এই ৪৫জন শিক্ষকের নিকট থেকে ৫/৬ কোটি টাকা আদায় করা হয়েছে।

অপর একজন শিক্ষক জানান, শিক্ষা মন্ত্রাণালয়ের ২০১৮ সালের ২৮ আগষ্ট এবং ২০১৯ সালের ১২ মার্চ জারিকৃত পরিপত্র উপেক্ষা করে অনার্স শাখায় নিযোগপ্রাপ্ত ১২জন শিক্ষকের তথ্য জালিয়াতি করে মাউসিতে প্রেরণ করে। তাদের প্রত্যেকের নিকট থেকে প্রথম পর্যায়ে ৫ থেকে ৭ লাখ টাকা গ্রহণ করা হয়। কিন্তু বিষয়টি জানাজানি হলে তথ্য জালিয়াতির বিষয়টি তদন্তে প্রমানিত হয় এবং এমপিওভুক্তির প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। কিন্তু তাদের ১২ জনের নিকট থেকে আদায় করা সত্তর লক্ষাধিক টাকা ফেরৎ না দিয়ে পরবর্তীতে তাদেরকে এমপিওভুক্ত করা হবে বরে প্রতিশ্রুতি দেয়। কিন্তু টাকা ফেরৎ বা এমপিওভুক্তি কোনটাই আজো হয়নি।
সূত্রটি আরো জানায়, নতুন এমপিওভুক্তির জন্য শূন্য পদ দেখিয়ে প্রয়োজনীয় শিক্ষক চেয়ে এনটিআরসিএ বরাবর তালিকাসহ আবেদনের জন্য চারবার গণবিজ্ঞপ্তি জারি হলেও সাতক্ষীরা সিটি কলেজ কোন তালিকা পাঠায়নি। বর্তমানে বিভিন্ন বিষয়ে শিক্ষকদের প্রায় ২০টি পদ শূন্য রয়েছে। এসব পদে মোটা অংকের বানিজ্যের জন্য নাম পাঠানো হচ্ছে না বলে সূত্রটি নিশ্চিত করেন।

এদিকে সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাইদসহ ইতোপূর্বে জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৫জন শিক্ষক দুদকের মামলায় হাজতবাসের পর কারামুক্ত হয়েছেন। এরমধ্যে বর্তমানে চাকুরীরত ৪জন সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের নীরিক্ষা প্রতিবেদনে তথ্য জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া দুইজন শিক্ষক ও একজন লাইব্রেরিয়ানের গ্রহণ করা সমুদয় বেতন ফেরতসহ এমপিও বাতিলের নির্দেশ দেওয়া হয়। অপরদিকে দুর্নীতি দমন কমিশন সাতক্ষীরা সিটি কলেজের পাহাড় পরিমান দুর্নীতির তদন্তে প্রতিমাসেই কলেজের বর্তমান-সাবেক অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী এবং বিভিন্ন সময়ে দায়িত্বপালনকারী গভর্নিং কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে পাঠাচ্ছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ও তাদেরকে বিভিন্ন সময়ে ডেকে পাঠাচ্ছে। কিন্তু কলেজের অধ্যক্ষ, গভর্নিং কমিটিসহ প্রভাবশালীরা বিষয়গুলো অবৈধ অর্থের বিনিময়ে ধাপাচাপা দেওয়ার এখনো চেষ্টা চালিয়ে আসছে। এমন অবস্থায় কলেজটিতে নতুন করে কমপক্ষে ৫/৬ কোটি টাকার নিয়োগ বাণিজ্য এবং পূর্বের দুর্নীতি ধামাচাপা দিয়ে রাখতে নিজেদের পছন্দের গভর্নিং কমিটি গঠনের জোর প্রচেষ্টা চালিয়ে আসছে দুর্নীতির সাথে জড়িত মহলটি। তাদের পছন্দের কমিটি না হওয়া পর্যন্ত এ অস্থিরতা নিরসন হওয়ার সম্ভাবনা কম বলে জানান বিভিন্ন বিষয়ে তথ্য প্রদানকারী ব্যক্তিবর্গ।

এ জাতীয় আরো সংবাদ

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

প্রকাশিতঃ ৫ মার্চ ২০২৫, বুধ, ১০:৫৮ অপরাহ্ণ

সাত কলেজের ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়’ গঠনের দাবি পূরণ সম্ভব?

প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৪, সোম, ১১:১৭ অপরাহ্ণ

পাঠ্যবইয়ে যে পাঁচটি পরিবর্তন আসছে

প্রকাশিতঃ ৩১ অক্টোবর ২০২৪, বৃহঃ, ৮:৪৮ অপরাহ্ণ

হারিয়ে যাওয়া এক ইসলামিক লাইব্রেরি থেকে যেভাবে আধুনিক গণিতের...

প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৪, সোম, ১২:২১ পূর্বাহ্ণ

রমজানে স্কুল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল

প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৪, সোম, ১০:৪২ অপরাহ্ণ

২০২৫ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় নির্ধারণ

প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৪, বুধ, ১২:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশের স্বাধীনতা: ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী

প্রকাশিতঃ ২৯ ফেব্রুয়ারি ২০২৪, বৃহঃ, ১০:৪১ অপরাহ্ণ