Dakhinadarpon ‘নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা’ – Dakhinadarpon
Image

রবিবার || ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ || ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

no posts Have

‘নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা’

প্রকাশিতঃ ২৩ অক্টোবর ২০২৩, সোম, ১০:০১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৭ বার।

‘নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৩ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচন কমিশনার গণমাধ্যমের সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, জনগণ নির্বাচন চায়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তপশিল। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে।
ভোটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো আছে। আমি কোনো সমস্যা দেখি না। মানুষ জানতে চায় কবে ভোট হবে।
জানা যায়, নভেম্বরে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে আগামী ১ নভেম্বর গুরুত্বপূর্ণ একটি বৈঠক করবে ইসি। এতে পররাষ্ট্র, তথ্য, শিক্ষা ও প্রতিরক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। বৈঠকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে ‘চূড়ান্ত’ আলোচনা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনের সভাকক্ষে ওইদিন বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে আগামী ৩০ অক্টোবর আরেকটি বৈঠক করবে ইসি। বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের আইজি, র‌্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালক, এসবির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরো সংবাদ

অবরোধসহ নতুন কর্মসূচির ডাক বিএনপির,গুলিস্তানে পুড়ছে বাস

প্রকাশিতঃ ৪ ডিসেম্বর ২০২৩, সোম, ১১:২৫ অপরাহ্ণ

প্রাণিসম্পদের ৩ কর্তার কেলেঙ্কারি খুঁজছে দুদক

প্রকাশিতঃ ২২ নভেম্বর ২০২৩, বুধ, ৮:২৮ অপরাহ্ণ

‘নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন, পুলিশ তাই করবে’

প্রকাশিতঃ ১৫ নভেম্বর ২০২৩, বুধ, ১০:১৪ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

প্রকাশিতঃ ১৫ নভেম্বর ২০২৩, বুধ, ১০:১২ অপরাহ্ণ

‘বৃহস্পতিবারের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে’

প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০২৩, সোম, ১০:১৬ অপরাহ্ণ

চিকিৎসা বিজ্ঞানে আরও গবেষণার অনুরোধ প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০২৩, রবি, ১১:১৪ অপরাহ্ণ

রোববার থেকে চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ ডেকেছে...

প্রকাশিতঃ ৯ নভেম্বর ২০২৩, বৃহঃ, ১১:৫১ অপরাহ্ণ