
রবিবার || ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
প্রকাশিতঃ ৮ অক্টোবর ২০২৩, রবি, ১২:৫২ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৩০৫ বার।

আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ দল।
শনিবার (৭ অক্টোবর) ভারতের হিমাচল প্রদেশের নান্দনিক ধর্মশালায় টাইগার বোলারদের তোপে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাব দিতে নেমে মিরাজের ৫৭ ও শান্তর অপরাজিত ৫৯ রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।
আফগানদের ১৫৭ রানের জবাবে শুরুতেই ব্যাটিংয়ে বেশ তাড়াহুড়ো দেখায় টাইগাররা। পঞ্চম ওভারে বিদায় নেন ওপেনার ওপেনার তানজিদ (৫)। নাজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোতে রান আউটে কাটা পড়েন টাইগার ওপেনার। বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার লিটন দাসও। ১৮ বলে ১৩ রানে থেমেছেন ডানহাতি এই ওপেনার।
২৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ দল। তৃতীয় উইকেট জুটিতে ৯৭ রান সংগ্রহ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন শান্ত ও মিরাজ। ক্যারিয়ারের তৃতীয় ফিফটিতে ৫৭ রানে প্যাভিলিয়নে ফিরেন টাইগার অলরাউন্ডার। মিরাজকে সমর্থন দেওয়া শান্তও ফিফটি তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। অধিনায়ক সাকিব ১৪ রানে ফিরলেও মুশফিককে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারেন শান্ত। ৫৯ রানে শান্ত ও ২ রানে মুশফিকুর রহিম অপরাজিত থাকেন। ফারুকি, নাভিন ও আজমাতুল্লাহ একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুরন্ত সূচনা পায় আফগানিস্তান। রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ব্যাটে ৪৭ রানের জুটি পায় আফগানরা। আক্রমণে আসার দ্বিতীয় ওভারে ইব্রাহিমকে ২২ রানে ফেরান সাকিব আল হাসান। রহমত শাহকে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ। সেই জুটিও ভাঙেন টাইগার অধিনায়ক। ২৫ বলে ১৮ রান করেন রহমত। সাকিবের জোড়া শিকারের পর ১৪ রানের মধ্যে আফগানদের চার উইকেট তুলে নিয়ে দাপট দেখায় টাইগার বোলাররা।
ইনিংসের ২৬তম ওভারে মুস্তাফিজের বলে তামিমের হাতে ধরা পড়েন গুরবাজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করে আফগান ব্যাটার। নতুন আসা নাজিবুল্লাহকে ৫ রানে ফেরান সাকিব। তাসকিন এসে নবীকে সরাসরি বোল্ড করেন। রশীদ ও আজমতউল্লাহ আফগানদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেও কাজের কাজ করতে পারেননি। মিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান রশীদ। ২২ রান করা আজমতউল্লাহকে ফেরান শরিফুল ইসলাম। ফলে ১৫৬ রানের মধ্যে গুটিয়ে যায় আফগানিস্তান।
আফগানরদের শেষ ৪৬ রানের মধ্যে আট উইকেট তুলে নেয় টাইগারর বোলাররা। সাকিব ও মিরাজ তিনটি করে উইকেট এবং শরীফুল শিকার করেন ২টি। এছাড়া তাসকিন ও মুস্তাফিজ নেন একটি করে উইকেট।
এ জাতীয় আরো সংবাদ

রেকর্ড গড়ে বাংলাদেশকে ৪ দিনেই হারিয়ে দিল জিম্বাবুয়ে
প্রকাশিতঃ ২৪ এপ্রিল ২০২৫, বৃহঃ, ১২:২১ পূর্বাহ্ণ
শিলংয়ে ভারত ও বাংলাদেশের মর্যাদার ম্যাচ গোল ছাড়াই শেষ
প্রকাশিতঃ ২৫ মার্চ ২০২৫, মঙ্গল, ১১:৪৯ অপরাহ্ণ
প্রাইভেট জেট নিয়ে কেন ম্যানচেস্টারে এসেছিলেন রোনাল্ডো
প্রকাশিতঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গল, ১০:৫৩ অপরাহ্ণ
সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের
প্রকাশিতঃ ৯ নভেম্বর ২০২৪, শনি, ১০:১৫ অপরাহ্ণ
ভিসা জটিলতায় আমিরাতে যেতে পারেননি নাসুম-নাহিদ
প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৪, সোম, ১১:৩১ অপরাহ্ণ
আফগানিস্তান সিরিজের টাইগারদের দল ঘোষণা, দলে নেই সাকিব-লিটন
প্রকাশিতঃ ১ নভেম্বর ২০২৪, শুক্র, ১০:৫৮ অপরাহ্ণ