
শনিবার || ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৪ হিজরি
no posts Have
তালায় একইদিনে ৩জনের বিবাহে নিষেধাজ্ঞা জারি
প্রকাশিতঃ ১৬ মে ২০২৩, মঙ্গল, ১:৪১ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৭ বার।

তালায় একইদিনে দুই কিশোরী ও এক বালকের বাল্যবিবাহের উদ্যোগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সোমবার (১৫ মে) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারি করেন। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, তালা উপজেলার মাগুরাডাংগা গ্রামের আকিমুদ্দীনের পুত্র নাইমুর রহমানের সাথে মাগুরাঘোনা গ্রামের ১৬বছর বয়সী এক কিশোরীর বিয়ের খবর শুনতে পাই। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে তাদেরকে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হাজির করতে বলি। অপরদিকে দোহার গ্রামের মৃত শেখ নজরুল ইসলামের ছেলে শেখ আবু হেনার সাথে পার্শ্ববর্তী এলাকার এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীর বাল্যবিবাহ ঠিক হয়। তাদেরকেও হাজির করা হয়। এ সময় মহিলা বিষয়ক কার্যালয়ে হাজির হয়ে তারা ঐ কিশোর-কিশোরীদের বাল্যবিবাহ দেবেন না-মর্মে মুচেলকা প্রদান করেন।