রবিবার || ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাতিল নয়, সংশোধন হতে পারে ডিজিটাল নিরাপত্তা আইন: আইনমন্ত্রী
প্রকাশিতঃ ২ এপ্রিল ২০২৩, রবি, ১১:৫২ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৫৬ বার।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, এই আইন সংশোধন হতে পারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
রোববার (২ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত সেমিনার শেষে একথা বলেন তিনি। ‘বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আরবিট্রেশন আইনের প্রয়োজনীয় সংস্কার’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, অনেক সময় এই আইনের মাধ্যমে হয়রানির অভিযোগ উঠছে। প্রয়োজন হলে আইনের বিধি সংযুক্ত বা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।
গত ২৬ মার্চ প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন ও পোস্টার কার্ড প্রচার করা নিয়ে উদ্ভুত পরিস্থিতির তৈরি হয়েছে। যা নিয়ে পত্রিকার সাভার প্রতিনিধির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। পরে তাকে গ্রেফতারও করা হয়েছে। এই ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধেও মামলা হয়েছে।
মামলার পর সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি উঠেছে।
প্রথম আলোর সম্পাদক ও পত্রিকাটির এক নিজস্ব প্রতিবেদকের বিরুদ্ধে করা মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, সরকার দেশের কোনো গণমাধ্যম বা সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেনি। মামলা হয়েছে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে।
মন্ত্রী বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিশ্বের সব দেশে আছে। কিন্তু সেখানে হয়তো সরাসরি ডিজিটাল নিরাপত্তা আইন বলা নেই। ডিজিটাল অপরাধ কমাতে এ আইন করেছে সব দেশ।’
দেশে অনেক সময় ডিজিটাল নিরাপত্তা আইন মাধ্যমে হয়রানির অভিযোগ এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজন হলে আইনের বিধি সংযুক্ত করা বা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। তবে ডিজিটাল সিকিউরিটি আইনের প্রয়োজনীয়তা আছে। গত ১৪ মার্চ এ বিষয়ে সুধীজনদের সঙ্গে আলোচনাও হয়েছে। এই আইনে সাংবাদিকদের যাতে অহেতুক হয়রানি করা না হয়, সে বিষয়ে একটা পদ্ধতি গ্রহণ করা (উদ্যোগ নেওয়া) হয়েছে।