ঢাকার উপকণ্ঠে অটোরিকশা ছিনতাই করেন তাঁরা, বাধা পেলেই খুন
Image

মঙ্গলবার || ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

ঢাকার উপকণ্ঠে অটোরিকশা ছিনতাই করেন তাঁরা, বাধা পেলেই খুন

প্রকাশিতঃ ৩০ মার্চ ২০২৩, বৃহঃ, ৬:০৪ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৮১ বার।

ঢাকার উপকণ্ঠে অটোরিকশা ছিনতাই করেন তাঁরা, বাধা পেলেই খুন

‘তখন রাত আনুমানিক ১০টা। আমি, পলাশ, রাসেল ও স্বপন একটি অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করি। ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া থেকে রাসেল অটোরিকশা ভাড়া করেন। আমি চালকের পাশের আসনে বসি। পেছনে বসেন বাকিরা। অটোরিকশাটি বাইশমাইল থেকে নবীনগরের দিকে কিছু দূর যাওয়ার পর গাড়ি দাঁড় করাতে বলেন পলাশ ও রাসেল। চালক গাড়ি দাঁড় করান। রাসেল তখন চালককে বলেন, ‘তুই অটোরিকশা রেখে জীবন নিয়ে বাড়িতে চলে যা।’ চালক বলেন, ‘আমি অটোরিকশা রেখে কোথাও যাব না।’ তখনই রাসেল গাড়ির ভেতরে থাকা একটি কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে চালক অচেতন হয়ে যান। পরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি খালে ফেলে দেন। এরপর ওই অটোরিকশা চালিয়ে তিনজন চলে যান।’

গত ২ ফেব্রুয়ারি সাভার সেনানিবাসের পাশের একটি নালা থেকে ইমাম হোসেন (৪৬) নামের এক অটোরিকশাচালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের তিন দিন পর নিহতের মেয়ে মোছা. উম্মে হাবিবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সুজন মুন্সী নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৮ ফেব্রুয়ারি সুজন মুন্সী অটোরিকশাচালক ইমাম হোসেনকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সুজন মুন্সীর জবানবন্দি ও তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। পুলিশ সূত্র জানায়, সুজন মুন্সী যাত্রীবাহী বাসের চালকের সহযোগী হিসেবে কাজ করতেন। দিনে চালকের সহযোগী হিসেবে কাজ করলেও রাতে করতেন ছিনতাই।

পুলিশ জানায়, ২০২১ সালের ১৪ জানুয়ারি আশুলিয়া থানার কাইছাবাড়ি বাতানটেক এলাকায় খুন হন অটোরিকশাচালক মোফাজ্জেল হোসেন। অটোরিকশা ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় খুন করা হয় মোফাজ্জেল হোসেনকে। ছেলে খুনের ঘটনায় বাবা মুজাফফর রহমান বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে একজন আসামিকে অব্যাহতি দিয়ে গত বছরের জানুয়ারি মাসে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত সূত্রে জানা যায়, ৫০ হাজার টাকার অটোরিকশাটি ছিনিয়ে নিতেই হত্যা করা হয় মোফাজ্জেল হোসেনকে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহহিল কাফী প্রথম আলোকে বলেন, খুনের কয়েকটি ঘটনা তদন্তে বেরিয়ে এসেছে, অটোরিকশা ছিনতাই করতে যাত্রী বেশে ঘুরে বেড়ান চক্রের সদস্যরা। বাধা দিলেই নৃশংসভাবে খুন করা হয় চালককে।

ঢাকা জেলা পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজধানীর উপকণ্ঠে মাঝেমধ্যেই অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ১৩ মার্চ কেরানীগঞ্জের পশ্চিমদি এলাকার একটি পরিত্যক্ত শৌচাগার থেকে অটোরিকশাচালক মাসুমের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যায় অংশ নেওয়া তিনজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়। পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, যাত্রী বেশে মাসুমের রিকশায় ওঠেন ছিনতাকারী চক্রের তিন সদস্য। পরে নির্জন স্থানে নিয়ে তাঁকে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে খুন করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

পুলিশের ওই সূত্রটি আরও জানায়, ঢাকা-আরিচা মহাসড়ক, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরে অটোরিকশা ছিনতাইয়ের অন্তত পাঁচটি গ্রুপ সক্রিয় রয়েছে। বিভিন্ন সময় এসব চক্রের একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বলছে, দেশে ছিনতাইকারীদের হাতে গত ৬ বছরে (২০১৫-২০২১) ২১৬ জন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকচালক খুন হয়েছেন। খুনের শিকার অধিকাংশ চালকই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এঁদের অনেকেই ঋণ নিয়ে অটোরিকশা বা ইজিবাইক কিনেছিলেন। স্বজন হারানোর শোকের সঙ্গে এখন ঋণের বোঝাও বইতে হচ্ছে পরিবারের সদস্যদের।

ইমাম হোসেনের মেয়ে উম্মে হাবিবা আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মা, ভাইসহ তাদের তিনজনের পরিবার। বাবা ইমাম হোসেন ছিলেন পরিবারের আয়ের উৎস। এখন তাঁদের জীবন চলছে স্বজনদের সহায়তায়।

সূত্রহীন মামলা তদন্তের অংশ হিসেবে পিবিআই সারা দেশে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে অটোরিকশা ও ইজিবাইকচালক খুনের তথ্য সংগ্রহ করেছে। তাতে ২০১৫ থেকে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত ২১৬ জন চালক খুনের তথ্য উঠে আসে। পিবিআই সারা দেশে অটোরিকশাচালক হত্যা, এর কারণ, খুনের সঙ্গে জড়িত চক্র এবং প্রতিকারের উপায় নিয়ে একটি প্রতিবেদন তৈরির অংশ হিসেবে এ তথ্য সংগ্রহ করে।

এ জাতীয় আরো সংবাদ

সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্যে কি চাপে পড়েছে জাতীয় নাগরিক পার্টি?

সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্যে কি চাপে পড়েছে জাতীয় নাগরিক...

প্রকাশিতঃ ২৪ মার্চ ২০২৫, সোম, ১২:৩৯ পূর্বাহ্ণ

একই ব্যক্তি টিভি ও পত্রিকার মালিক হতে পারবেন না,...

প্রকাশিতঃ ২৪ মার্চ ২০২৫, সোম, ১২:২৮ পূর্বাহ্ণ

দুর্নীতির অভিযোগ নিয়ে টিউলিপ সিদ্দিক এবং দুদকের পাল্টাপাল্টি চিঠি

প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৫, বৃহঃ, ১২:০০ পূর্বাহ্ণ

।রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র প্রধান আতাউল্লাহ নারায়ণগঞ্জে গ্রেফতার

প্রকাশিতঃ ১৯ মার্চ ২০২৫, বুধ, ১:২৪ পূর্বাহ্ণ

হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক – মার্কিন সিনেটরকে...

প্রকাশিতঃ ১৯ মার্চ ২০২৫, বুধ, ১:১৪ পূর্বাহ্ণ

জাহাঙ্গীরনগরে ৯ জন শিক্ষক বরখাস্ত, বহিষ্কার ২৮৯ জন শিক্ষার্থী

প্রকাশিতঃ ১৯ মার্চ ২০২৫, বুধ, ১:০৬ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন

প্রকাশিতঃ ৫ মার্চ ২০২৫, বুধ, ১০:৫৬ অপরাহ্ণ