
শনিবার || ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সাতক্ষীরায় আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ
প্রকাশিতঃ ১০ মার্চ ২০২৫, সোম, ৯:২০ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৯ বার।

সাতক্ষীরায় ইজিবাইক তল্লাশি করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্নের বার জব্দ করেছে বিজিবি। এ সময় পাচারকারি মো: সোহেল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রবিবার(৯মার্চ) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী আবাদেরহাট এলাকায় বিজিবি এই অভিযান চালায়। গ্রেপ্তারকৃত পাচারকারি সোহেল উদ্দিন কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের হামেজ উদ্দিনের ছেলে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক সোমবার সকাল ১১টায় তার নিজ কার্যালয়ে এক প্রেস বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, গতকাল রবিবার সন্ধ্যায় সাতক্ষীরার ঝাউডাঙা সীমান্ত দিয়ে বিপুল স্বর্নের চালান ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জোয়ানরা আবাদেরহাট বাজারের পাশে অবস্থান নেন। গোপনসূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাচারকারী আবাদেরহাট এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত হওয়া যায়। এসময় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে সামনের অংশে স্কচটেপে মোড়ানে ১৫টি স্বর্নের বার উদ্ধার করা হয়। ইজিবাইক চালক মো: সোহেল উদ্দিন এই স্বর্ন ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে জানা যায়। তাকে গ্রেপ্তার করেছে বিজিবি।
বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত স্বর্নের ওজন এক কেজি ৮০০ গ্রাম। এর বাজারমূল্য দুই কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। গ্রেপ্তারকৃত পাচারকারিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ন ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, থানায় বিজিবির পক্ষ থেকে সোহেলউদ্দিনের নাম উল্লেখ করে সোমবার থানায় মামলা করা হয়েছে।
এ জাতীয় আরো সংবাদ

ঢাকায় পাঠানোর সময় ৫ ক্যারেট আম আটক করেছে পুলিশ
প্রকাশিতঃ ২৪ এপ্রিল ২০২৫, বৃহঃ, ১২:২৭ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় বজ্রপাতে এক মহিলার মৃত্যু
প্রকাশিতঃ ২১ এপ্রিল ২০২৫, সোম, ৪:৫২ অপরাহ্ণ
শ্যামনগরে ২কেজি ৯শ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার...
প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৫, শনি, ১১:৩৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ পালিত
প্রকাশিতঃ ১৪ এপ্রিল ২০২৫, সোম, ১০:২৭ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল...
প্রকাশিতঃ ৩১ মার্চ ২০২৫, সোম, ১১:৫২ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৫, বৃহঃ, ৮:১৪ অপরাহ্ণ