শনিবার || ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠিত আহবায়ক মামুন, সদস্য সচিব বাবলু
প্রকাশিতঃ ২৩ জুন ২০২৪, রবি, ১১:৪০ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৯৭ বার।
সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে রোববার সন্ধায় সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সাইফুল আজম খান মামুনকে আহবায়ক ও শেখ রিজাউল ইসলাম বাবলুকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক এম ইদ্রিস আলী, শেখ হাসান গফুর ও মনিরুজ্জামান মনি, সদস্য মোতাহার নেওয়াজ মিনাল, শেখ কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার রোস্তম হাসান রিপন, লাল্টু হোসেন, কামাল হোসেন, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, শরিফুল ইসলাম, শেখ আলী ইমরান, মোঃ মোজাহিদ, কাজী ফকরুল ইসলাম রিপন ও জাহিদ হোসাইন।
আগামী ১ জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নবগঠিত কমিটির কাছে আহবায়ক কমিটি দায়িত্বভার হস্তান্তর করবে বলে সভয় সিদ্ধান্ত গৃহীত হয়।