Dakhinadarpon তত্ত্বাবধায়ক সরকার চিরনিদ্রায় ঘুমিয়ে আছে: সেতুমন্ত্রী – Dakhinadarpon
Image

রবিবার || ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ || ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

no posts Have

তত্ত্বাবধায়ক সরকার চিরনিদ্রায় ঘুমিয়ে আছে: সেতুমন্ত্রী

প্রকাশিতঃ ১৩ অক্টোবর ২০২৩, শুক্র, ১০:৪২ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৪০ বার।

তত্ত্বাবধায়ক সরকার চিরনিদ্রায় ঘুমিয়ে আছে: সেতুমন্ত্রী
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মরিয়া ভূত হয়ে গেছে। এগুলো মাথা থেকে নামান। নয়ত এই ভূতে বিএনপি শেষ। তত্ত্বাবধায়ক সরকার চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। এই তত্ত্বাবধায়ক আর কোনোদিন চোখ মেলবে না।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়ে ঢাকার প্রবেশপথে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিবের সমালোচনা করে তিনি বলেন, ফখরুল তত্ত্বাবধায়ক বলতে বলতে শেষ। দুই সেলফিতে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে। ভারতে এক সেলফি, এরপর নিউইয়র্কে আরেক সেলফি। দুই সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে।
কাদের বলেন, খেলা হবে! অক্টোবর পার হয়ে যাচ্ছে। ফখরুল নাকি ঢাকা অবরোধ করবে। এই নারায়ণগঞ্জের সমাবেশ থেকে বলতে চাই, জনগণ তাদের জবাব দেবে। আগুন নিয়ে এলে হাত পুড়ে দেব। লাঠি নিয়ে এলে হাত ভেঙে দেব।
শেখ হাসিনা ঘোরাঘুরি করছেন- বিএনপির এমন অভিযোগের জবাব দিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা কোথায় গেছে, জি-২০ তে। কী সম্মান মোদি দিয়েছেন। নিউইয়র্কে গিয়েছেন, কী সম্মান পেয়েছেন। শেখ হাসিনাকে নিয়ে আমরা গর্বিত। দেশের প্রয়োজনেই তিনি বাইরে যান। তিনি ব্রাসেলসে যাচ্ছেন আমন্ত্রণে। তিনি যাচ্ছেন দেশের জনগণের জন্য।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমপি মির্জা আজম, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু প্রমুখ।

 

এ জাতীয় আরো সংবাদ

অবরোধসহ নতুন কর্মসূচির ডাক বিএনপির,গুলিস্তানে পুড়ছে বাস

প্রকাশিতঃ ৪ ডিসেম্বর ২০২৩, সোম, ১১:২৫ অপরাহ্ণ

প্রাণিসম্পদের ৩ কর্তার কেলেঙ্কারি খুঁজছে দুদক

প্রকাশিতঃ ২২ নভেম্বর ২০২৩, বুধ, ৮:২৮ অপরাহ্ণ

‘নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন, পুলিশ তাই করবে’

প্রকাশিতঃ ১৫ নভেম্বর ২০২৩, বুধ, ১০:১৪ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

প্রকাশিতঃ ১৫ নভেম্বর ২০২৩, বুধ, ১০:১২ অপরাহ্ণ

‘বৃহস্পতিবারের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে’

প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০২৩, সোম, ১০:১৬ অপরাহ্ণ

চিকিৎসা বিজ্ঞানে আরও গবেষণার অনুরোধ প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০২৩, রবি, ১১:১৪ অপরাহ্ণ

রোববার থেকে চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ ডেকেছে...

প্রকাশিতঃ ৯ নভেম্বর ২০২৩, বৃহঃ, ১১:৫১ অপরাহ্ণ