
রবিবার || ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ || ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
‘আপনি ভারতীয়.. আপনারা খুব খারাপ’, চিনা ড্রাইভারের জাতিবিদ্বেষের শিকার মহিলা, সিঙ্গাপুরের ভিডিয়ো ভাইরাল
প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গল, ৫:৪৩ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৪৮ বার।

সদ্য ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে জাতিবিদ্বেষকে কেন্দ্র করে। ভিডিয়োটি সিঙ্গাপুরের। সেখানে টাডা ক্যাব নামের এক ক্যাব সংস্থার গাড়িতে উঠে ভয়ানক অভিজ্ঞতার শিকার হন মহিলা। ক্যাব চালক নিজেকে ‘চিনা’ বলে পরিচিতি দেন। এরপর তিনি ওই মহিলা ও তাঁর সন্তানকে ঘিরে অভব্য আচরণ করতে থাকেন।
ভাইরাল ও ভিডিয়োয় দেখা যাচ্ছে, ক্যাব চালক বলছেন, ‘আপনি ভারতীয় আমি চিনা। সকলে জানেন, আপনি ভারতীয় আর আমি চিনের। আপনারা খুব খারাপ.. জঘন্য গ্রাহক।’ এদিকে ওই চালককে নিজের পরিচিতি স্পষ্ট করে দিয়ে মহিলা তাঁকে শুধরে দিতে যান। মহিলা বলেন, তিনি সিঙ্গাপুরের বাসিন্দা। মহিলাকে বলতে শোনা যায়, ‘আমি সিঙ্গাপুরিয়ান ইউরেশিয়ান। ভারতীয় নই।’ একই সঙ্গে মহিলা পাল্টা জবাবে বলেন, ‘সে যাই হোক, বহু ভারতীয় সিঙ্গাপুরিয়ান রয়েছেন। আপনি জাতিবিদ্বেষ ঘটাচ্ছেন। ’ অন্যদিকে চালক তর্ক করতে থাকেন। তিনি বলেন, ‘আপনি খুব অবৈধ।’ এরপর মহিলার সন্তানকে নিয়ে কটাক্ষ করেন ওই চালক। ওই চালক বলেন, ‘আপনার বাচ্চা ১.৩৫ মিটার লম্বা। আপনি আমার সঙ্গে ঝগড়া করবেন না, মিটার শুধু ১.৩৫।’ উল্লেখ্য, ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করে ‘ওয়েক আপ সিঙ্গাপুর’। এদিকে, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ভিডিয়ো নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গিয়েছে।
ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘এটা ভয়ঙ্কর ঘটনা। আমরা আশা করব মহিলার মেয়ে তখন গাড়িতে উপস্থিত ছিল না এটা দেখার জন্য। যে ঘটনাই ঘটে থাকুক, জাতি এই বিষয়ে কীভাবে প্রসঙ্গে আসে?’ এদিকে, অনেকেই এই নিয়ে চিনাদের তরফে ভারতীয়দের প্রতি মনোভাব নিয়ে মন্তব্য করেন। অনেকেই জাতিবিদ্বেষ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই লিখছেন গাড়ি চালানোর সময় এমন ঝগড়া করা খুবই ভয়ঙ্কর বিষয়। এই সমস্ত কমেন্টের মাঝেই ভাইরাল হতে থাকে এই ভিডিয়ো। জানা যাচ্ছে, ক্যাব সংস্থাকে ঠিকানা বলা নিয়ে ওই মহিলার সঙ্গে চালকের ঝগড়া বাঁধে। যার ফল স্বরূপ এই ঘটনা দেখা যায়।—Hindustan Time(Bangla)
এ জাতীয় আরো সংবাদ

কংগ্রেসের হার ‘ইন্ডিয়া জোটের’ জন্য কত বড় ধাক্কা?
প্রকাশিতঃ ৪ ডিসেম্বর ২০২৩, সোম, ১১:২০ অপরাহ্ণ
গাজার দক্ষিণে স্থল অভিযান শুরু, ৮০০ ‘সন্ত্রাসী টানেল’ পাওয়ার...
প্রকাশিতঃ ৪ ডিসেম্বর ২০২৩, সোম, ১১:১৬ অপরাহ্ণ
ভারতে টানেলে আটকেপড়া ৪১ শ্রমিক উদ্ধার
প্রকাশিতঃ ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গল, ১১:১৭ অপরাহ্ণ
চলমান রুশ হামলায় নিহত ১০ হাজার ইউক্রেনীয়: জাতিসংঘ
প্রকাশিতঃ ২২ নভেম্বর ২০২৩, বুধ, ৮:৩২ অপরাহ্ণ
গাজায় ‘গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার’ অভিযোগে বাইডেনের বিরুদ্ধে মামলা
প্রকাশিতঃ ১৫ নভেম্বর ২০২৩, বুধ, ১০:২৪ অপরাহ্ণ
ভূমধ্যসাগরে প্লেন বিধ্বস্তে ৫ মার্কিন সেনা নিহত
প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০২৩, সোম, ১০:২১ অপরাহ্ণ