Dakhinadarpon ওয়াগনার প্রধান প্রিগোশিনের মৃত্যুর কথা নিশ্চিত করলো মস্কো – Dakhinadarpon
Image

সোমবার || ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

ওয়াগনার প্রধান প্রিগোশিনের মৃত্যুর কথা নিশ্চিত করলো মস্কো

প্রকাশিতঃ ২৮ আগস্ট ২০২৩, সোম, ১২:১৪ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ১১৮ বার।

ওয়াগনার প্রধান প্রিগোশিনের মৃত্যুর কথা নিশ্চিত করলো মস্কো

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন রুশ কর্মকর্তারা। তারা বলেছেন, বিধ্বস্ত বিমানে পাওয়া মরদেহের জেনেটিক বিশ্লেষণ করে তারা এব্যাপারে নিশ্চিত হয়েছেন।

একটি তদন্ত কমিটি জানিয়েছে, এই বিমান বিধ্বস্ত হয়ে নিহত দশজনের দেহই চিহ্নিত করা গেছে এবং বিমানটির যাত্রী তালিকার সঙ্গে নিহতদের তালিকা মিলে গেছে।

প্রিগোশিনের ব্যক্তিগত জেট বিমানটি গত ২৫ অগাস্ট মস্কোর উত্তর-পশ্চিমে বিধ্বস্ত হয় এবং এর সব আরোহী মারা যায়।

এই বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে ক্রেমলিনের হাত আছে বলে বলে যে জল্পনা চলছে, তা অস্বীকার করেছেন কর্মকর্তারা।

তদন্ত কমিটি জানিয়েছে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে।

এক বিবৃতিতে কমিটি জানিয়েছে, “মলিকিউলার-জেনেটিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার ফল অনুযায়ী নিহত দশ জনের পরিচয় জানা গেছে এবং ফ্লাইটের যাত্রী তালিকার সঙ্গে তা মিলে গেছে।”

নিহতদের মধ্যে ওয়াগনার গ্রুপের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি আছেন। এই ভাড়াটে বাহিনী প্রতিষ্ঠা করেন প্রিগোশিন। এটি ইউক্রেন, সিরিয়া এবং আফ্রিকার অনেক দেশে সামরিক অভিযানে লিপ্ত।

নিহতদের মধ্যে দিমিত্রি উটকিনও ছিলেন, যিনি ওয়াগনার গ্রুপের সামরিক কার্যক্রম পরিচালনা করতেন। বিমানটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিল। এটির অন্যান্য যাত্রীদের মধ্যে ছিলেন ওয়াগনার গ্রুপের ভ্যালেরি চেকালভ, সের্গেই প্রপোসটিন, ইয়েভগেনি মাকারিয়ান, আলেক্সান্ডার টোটমিন এবং নিকোলাই মাটুসেয়েভ।

বিমানটি চালাচ্ছিলেন পাইলট আলেক্সেই লেভশিন এবং কো-পাইলট রুস্তাম করিমভ। ক্রিস্টিনা রাসপোপোভা নামে একজন ফ্লাইট অ্যাটেনডেন্টও তাদের সাথে ছিলেন।

এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ঘটলো প্রিগোশিন রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ওয়াগনারের এক বিদ্রোহে নেতৃত্ব দেয়ার পর। এই বিদ্রোহের সময় তার বাহিনী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ দখল করে নিয়েছিল এবং মস্কোর দিকে অগ্রসর হবে বলে হুমকি দিচ্ছিল।

একটি সমঝোতার পর এই মুখোমুখি অবস্থার অবসান হয়। এরপর প্রিগোশিন এবং ওয়াগনারের যোদ্ধারা বেলারুসে চলে যান।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই বিদ্রোহকে ‘পিঠে ছুরিকাঘাত’ বলে বর্ণনা করেন এবং এরকম জল্পনা চলছিল যে প্রিগোশিনকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর হাত আছে।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে সিবিএস জানিয়েছিল, এই বিমানটি বিধ্বস্ত হওয়ার সবচেয়ে সম্ভাব্য কারণ বিমানের ভেতর বিস্ফোরণ এবং প্রিগোশিন সম্ভবত নিহত হয়েছেন।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার বলেছিলেন, এ ঘটনার পেছনে কোন কারসাজির গুজব “একেবারেই ডাহা মিথ্যা।”

মি. পুতিন এই ঘটনায় নিহতদের পরিবারের কাছে তার শোকবার্তা পাঠিয়েছেন।

তবে তিনি প্রিগোশিনকে একজন ‘মেধাবী ব্যক্তি’ বর্ণনা করে বলেন, “তিনি অনেক মারাত্মক ভুল করেছেন।”

এ জাতীয় আরো সংবাদ

রহস্যময় তালেবান নেতা মোল্লা ওমর, যাকে যুক্তরাষ্ট্র খুঁজে পায়নি

প্রকাশিতঃ ২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গল, ১১:২২ অপরাহ্ণ

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে কী ঘটেছিল?

প্রকাশিতঃ ২ ডিসেম্বর ২০২৪, সোম, ১১:৩৮ অপরাহ্ণ

নেতানিয়াহু-হামাস নেতার বিরুদ্ধে আইসিসির পরোয়ানা: আন্তর্জাতিক প্রতিক্রিয়া

প্রকাশিতঃ ২১ নভেম্বর ২০২৪, বৃহঃ, ১১:১৯ অপরাহ্ণ

আসামের করিমগঞ্জ নাম বদলে শ্রীভূমি, রবীন্দ্রনাথের আদৌ কোনও যোগ...

প্রকাশিতঃ ২০ নভেম্বর ২০২৪, বুধ, ১১:১৭ অপরাহ্ণ

পাকিস্তানের করাচি থেকে আসা জাহাজটির কন্টেইনারে যা যা আছে

প্রকাশিতঃ ১৭ নভেম্বর ২০২৪, রবি, ১০:৩৯ অপরাহ্ণ

ইরানে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদে মানবাধিকার কর্মীর আত্মহত্যা

প্রকাশিতঃ ১৪ নভেম্বর ২০২৪, বৃহঃ, ৬:৩৩ অপরাহ্ণ

ট্রাম্পের সঙ্গে মোদীর বন্ধুত্ব কতটা ‘মুখে’ আর কতটা ‘কাজে’?

প্রকাশিতঃ ১০ নভেম্বর ২০২৪, রবি, ১১:২৪ অপরাহ্ণ