
শনিবার || ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্যবসায়ির বাড়ি ও হলুদ গুদামে ডাকাতি, ১৩ লাখ টাকার শুকনা হলুদ লুট, পিকআপসহ আটক -২
প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৩, শুক্র, ৩:১৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৯৯ বার।

সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা গ্রামে বৃহষ্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এক ব্যবসায়ির বাড়ি ও গুদামে দুর্র্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দলের সদস্যরা সিসি ক্যামেরা ভাঙচুর করে ঘরের গ্রীল কেটে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ তিন লাখ টাকা, দেড় ভরি সোনার গহনা, একটি মটর সাইকেল, একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন ও ১৩ লক্ষাধিক টাকা মূল্যের ৫৫ বস্তা শুকনা হলুদ লুট করেছে। পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দু’জনকে।
আটককৃতরা হলেন, পাটকেলঘাটা থানাধীন কুমিরা ইউনিয়নের বকশিয়া গ্রামের কামাল মোড়লের ছেলে ইনছার আলী মোড়ল ও একই ইউনিয়নের মনোহরপুর গ্রামের আফাজউদ্দিন সরদারের ছেলে আবুল কাশেম।
কুমিরা চারাবটতলার হলুদ ব্যবসায়ি গিয়াসউদ্দিন সরদারের স্ত্রী তাহেরা খাতুন জানান, বৃহষ্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৪/১৫ জনের একদল ডাকাত একটি পিকআপ যোগে তাদের বাড়ির নীচের তলায় আসে। ভবন সংলগ্ন একটি আম গাছ বেয়ে তাদের কয়েকজন দোতলার ছাদে ওঠে। এ সময় তারা বাড়ির কার্নিশে লাগানো সিসি ক্যামেরা ভেঙে ফেলে। ছাদ থেকে তারা একটি বাঁশের মই দড়ি দিয়ে বেঁধে নীচে নামিয়ে দেয়। ওই মই বেয়ে উঠে তারা দোতলার বারান্দার গ্রীল কেটে ঘরে ঢোকে। মুখে মাক্স পরা ৫ থেকে ছয় জন ডাকাত পিস্তল ও রাম দা দিয়ে তাকে, তার স্বামী গিয়াসউদ্দিন, ছয় বছরের ছেলে তাসিম ও বাবা সেনপুর গ্রামের আবুল হোসেনকে জিম্মি করে আলমারির চাবি দিতে বাধ্য করে। এ সময় ডা দলের সদস্যরা আলমারি খুলে নগত তিন লাখ টাকা, দেড় ভরি সোনার গহণা লুট করে। পরে তারা একটি মটর সাইকেল, একটি ল্যাপটপ, একটি ভিডিও ফোনসহ ব্যবহাত জিনিসপত্র লুট করে। নীচে নেমে তারা গুদাম থেকে প্রতি বস্তায় থাকা ১০০ কেজি ওজনের ৫৫ বস্তা শুকনা হলুদ নিয়ে যায়। যার বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা। ঘণ্টাব্যাপি এ লুটপাট চালায় তারা। ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে আসে।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ অধিকারী জানান, গিয়াসউদ্দিনের বাড়ি ও হলুদের গুদামে ডাকাতির অভিযোগে ইনছার আলী মোড়ল ও আবুল কাশেম নামের দুইজনকে শনিবার ভোরে মীর্জাপুর বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি (খুলনা মেট্রো-ন- ১১-১৩৯৩)। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরায় মুস্তাফা লুৎফুল্লাহ ও চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ২৫ জনের...
প্রকাশিতঃ ১৭ মার্চ ২০২৫, সোম, ২:৪৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০২৪, বুধ, ১১:৪৯ অপরাহ্ণ
কৃষিকাজে জড়িয়ে পড়েছেন তালা উপজেলার নারীরা
প্রকাশিতঃ ২০ জানুয়ারি ২০২৪, শনি, ১০:১৩ অপরাহ্ণ
সাতক্ষীরার তালায় সুদখোর খালেক কর্তৃক দুই দফা ধর্ষণ মামলার...
প্রকাশিতঃ ১৫ আগস্ট ২০২৩, মঙ্গল, ১১:৩৭ অপরাহ্ণ
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্যবসায়ির বাড়ি ও হলুদ গুদামে ডাকাতি, ১৩...
প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৩, শুক্র, ৩:১৩ অপরাহ্ণ
তালায় একইদিনে ৩জনের বিবাহে নিষেধাজ্ঞা জারি
প্রকাশিতঃ ১৬ মে ২০২৩, মঙ্গল, ১:৪১ পূর্বাহ্ণ