
শনিবার || ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো হিমসাগর আম সংগ্রহ
প্রকাশিতঃ ১০ মে ২০২৩, বুধ, ১১:৪১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৫৩২ বার।

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে পরিপক্ক হিমসাগর আম গাছ থেকে সংগ্রহ করা শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামের মোহাম্মদ আলী গাজীর ৫০ বিঘা জমির বাগানে এই আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির এই আম সংগ্রহের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রহিমা সুলতানা বুশরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাইম সহ কৃষিবিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর জানান, বিগত কয়েক বছর করোনাতে বড় বড় দেশের অর্থনীতিতে ধ্বস নেমেছে। বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখে কৃষি। আম সম্ভাবনাময় অর্থকরী ফসল। গত কয়েক বছর ধরে বাংলাদেশের আম বিশেষ করে হিমসাগর বাংলাদেশের সর্বত্র ও বিদেশে যাচ্ছে কয়েক বছর ধরে। দেশের সুনাম রক্ষার্থে অপরিপক্ক আম কেমিকেল দিয়ে পাকিয়ে বাজারজাত করা যাবে না। এবারও বিদেশে আম যাবে।
উল্লেখ্য, কালিগঞ্জ উপজেলায় এবার ৮৩৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। প্রতি হেক্টরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ টন। আম বিক্রি হবে ৯১ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে হিমসাগর আম উদপাদন হবে ১৭০ মেট্রিক টন। ২০১৪ সাল থাকে হিমসাগর আম বিদেশে রফতানি শুরু হয়।এবার জেলায় চার হাজার ১৩৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৫০০ মেট্রিক টন। সাতক্ষীরার আম পঞ্জিকা অনুযায়ি গত ৫ মে প্রথম দফায় গোবিন্দ ভোগ, গোপাল ভোগ আম পাড়া শুরু করা হয়। আজ হিমসাগর পাড়া হচ্ছে। ল্যাংড়ার জন্য ১৮ মে, আ¤্রপালি ২৮ মে দিন ধার্য করা হয়েছে। দেশে ও বিদেশে এবার ২২৫ কোটি টাকার আম বিক্রি করা যাবে।
এ জাতীয় আরো সংবাদ

কালিগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, স্ত্রী ও...
প্রকাশিতঃ ১৭ মার্চ ২০২৫, সোম, ২:৪২ অপরাহ্ণ
কালিগঞ্জে গৃহবধু রাবেয়াকে নির্যাতনের পর হত্যা, আত্মগোপনে হত্যাকারিরা
প্রকাশিতঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবি, ১০:২৬ অপরাহ্ণ
কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট...
প্রকাশিতঃ ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গল, ৯:২৩ অপরাহ্ণ
যেভাবে কারামুক্তি হলো কালিগঞ্জের সাজাপ্রাপ্ত বেসরকারি নারী উন্নয়ন সংগঠন...
প্রকাশিতঃ ১৪ অক্টোবর ২০২৪, সোম, ১০:৪৪ অপরাহ্ণ
কালিগঞ্জের উকশায় লক্ষ দর্শকের উপস্থিতিতে ঘৌড়দৌড়
প্রকাশিতঃ ২৫ মে ২০২৪, শনি, ৭:৪৮ অপরাহ্ণ
দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায়...
প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনি, ৬:৪৯ অপরাহ্ণ