Dakhinadarpon সাতক্ষীরার টক আম যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে – Dakhinadarpon
Image

শুক্রবার || ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার টক আম যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে

প্রকাশিতঃ ৩ এপ্রিল ২০২৩, সোম, ১১:৩১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৭১ বার।

সাতক্ষীরার টক আম যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে

সাতক্ষীরার কাঁচা ও পাকা আমের অনেক সুনাম রয়েছে। সাতক্ষীরার আমের সুনাম দেশ ও দেশের বাহিরে অনেক আগেই ছড়িয়ে পড়েছে। এবছর আবহাওয়া অনেক ভালো হওয়ায় সাতক্ষীরায় আমের ফলন ভালো হয়েছে। যেকারণে সাতক্ষীরার বিভিন্ন বাজারে কাঁচা টক আম উঠতে শুরু করেছে।

আমের জাত অনুযায়ী নির্ধারিত সময়ের আগে আম পাড়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। আম চাষি ও ব্যবসায়ীরা যে আমগুলি কাঁচায় টক পাকলেও টক সেই আমগুলি আচার ও টক খাওয়ার জন্য সাতক্ষীরার বিভিন্ন বাজার থেকে ক্রয় করে দেশের বিভিন্ন জেলার বাজারে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা।

সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার সরেজমিনে গিয়ে দেখা যায় যে, বাহিরের জেলার ব্যবসায়ীরা আম কিনছে। যে আমগুলি কাঁচায় টক পাকলেও টক সে আমগুলি বাজারজাত করছে আম চাষীরা।

যেকারণে দামও পাচ্ছে বেশি। সুলতানপুর বড় বাজারে কাঁচা টক আম কেজি প্রতি ৭০/৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আগাম আম ভাঙ্গা ও বাজারজাত করা বিষয়ে সাতক্ষীরার আম চাষি মো. আব্দুল হাকিম গাজী জানান, যে আমগুলি কাঁচায় টক এবং পাকলেও টক সে আমগুলি আমরা পেরে ফেলছি, এতে আমরা অনেক দাম পেয়ে অনেক লাভবান হচ্ছি।

শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মো. আব্দুর রহিম বাবু জানান, আমরা সব সময় বাজার মনিটরিং করছি যেন প্রশাসনের বেঁধে দেয়া নির্ধারিত সময়ের আগে ভালো জাতের আম বাজারে ঢুকতে না পারে। আমরা সমিতির পক্ষ থেকে নজরদারী বাড়িয়েছি। যে আমগুলি বাজারে আসছে সে আমগুলি সব টক আম। এই আম দিয়ে আচার ও টক খাওয়ার জন্য ব্যবহার হবে। সরকারি নির্দেশনা মেনে গাছ থেকে আম ভাঙ্গা হবে এবং আম ক্রয় বিক্রয় করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

সাতক্ষীরা পাকাপুল থেকে সরকারী গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত “প্রেসক্লাব...

প্রকাশিতঃ ৩ নভেম্বর ২০২৪, রবি, ১:০৪ পূর্বাহ্ণ

১০দিনে সাতক্ষীরার তিন সাংবাদিকের মৃত্যু

প্রকাশিতঃ ৩ নভেম্বর ২০২৪, রবি, ১২:৩২ পূর্বাহ্ণ

ভূমিদস্যুদের হামলায় ভূমিহীন নেতা কামরুল নিহত, আহত ২০, আটক...

প্রকাশিতঃ ১ নভেম্বর ২০২৪, শুক্র, ১০:৪০ অপরাহ্ণ

বর্তমান শিক্ষাসংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লা শিক্ষাভাবনার প্রতিফলন থাকা জরুরী-ওয়েবিনারে বক্তারা

প্রকাশিতঃ ৩১ অক্টোবর ২০২৪, বৃহঃ, ৯:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরায় ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০২৪, বুধ, ১১:৪৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় ৩৪ জন পিপি- জিপি নিয়োগ

প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০২৪, বুধ, ১১:৪০ অপরাহ্ণ

সাংবাদিক টুটুলের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নেটওয়ার্কের...

প্রকাশিতঃ ২৫ অক্টোবর ২০২৪, শুক্র, ১২:২৭ পূর্বাহ্ণ