শনিবার || ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
নিখোঁজের ৭ দিন পর শিশু মুনতাহার লাশ উদ্ধার, আটক ৫
প্রকাশিতঃ ১০ নভেম্বর ২০২৪, রবি, ১১:১৯ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৯ বার।
নিখোঁজের সাত দিন পর সিলেটের কানাইঘাট থেকে শিশু মুনতাহা আক্তার জেরিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শিশুটির সন্ধানের দাবিতে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট অসংখ্যবার শেয়ার হতে দেখা যায়।
পরে রোববার ভোরে নিজ বাড়ির পাশের পুকুর থেকে গলায় ফাস দেয়া অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শিশুটির প্রতিবেশী মা, মেয়ে ও নাতনিসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মুনতাহাকে অপহরণের দিনই তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের পাশের একটি খালে কাদামাটিতে পুঁতে রাখে ঘাতকরা। পরে রোববার ভোরে মরদেহ সরানোর চেষ্টাকালে স্থানীয়রা দেখে ফেলেন।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত তেসরা নভেম্বর পাশের বাড়িতে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় ছয় বছর বয়সী শিশু মুনতাহা।
পরদিন পরিবার কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
গত কয়েকদিন শিশুটির সন্ধানের দাবিতে পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়।
এখন তার হত্যার খবরে ক্ষোভ প্রকাশ করে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন নেটিজেনরা।