
রবিবার || ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ || ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
no posts Have
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন রোনালদিনহো
প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০২৩, বুধ, ১১:১২ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৩৩ বার।

একদিনের সফরে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো। ২০০২ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি বাংলাদেশের প্রধা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি পূর্বনির্ধারিতই ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টায় এই সানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।ক্ষাৎকার হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে গণভবনে পৌঁছতেই পারেননি এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হোটেল রেডিসন থেকে গণভবনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় সাংবাদিকদের সামনে হাজির হওয়ার কথা রোনালদিনহোর। রেডিসনে ফিরে সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পুরুষ ও নারী জাতীয় দলের দুই অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন। তাদের সঙ্গে র্যাডিসনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।
এর আগে দুপুর সাড়ে ৩ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখান থেকে সরাসরি বিশ্রামের জন্য রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসনে আসেন রোনালদিনহো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি পূর্বনির্ধারিতই ছিল। সন্ধ্যা সাড়ে ৬টায় এই সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে গণভবনে পৌঁছাতেই পারেননি ব্রাজিলিয়ান কিংবদন্তি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হোটেল রেডিসন থেকে গণভবনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
সাক্ষাৎকার অনুষ্ঠানে শেখ হাসিনা রোনালদিনহো বাংলাদেশে আসায় আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।’ বিশ্বকাপজয়ী ফুটবলারের আগমন দেশের ফুটবলে প্রাণের সঞ্চার করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোনালদিনহোও বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদান, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও নারী ফুটবলে অবদান সম্পর্কে অবগত আছেন বলে জানান। তিনি এ জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও।
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে হাজির হন রোনালদিনহো। হোটেল রেডিসনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রোনালদিনহো। সেখান থেকে সরাসরি বিশ্রামের জন্য রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসনে আসেন তিনি।
এ জাতীয় আরো সংবাদ

মাঠে-গ্যালারিতে উত্তাপ, যা বললেন মেসি
প্রকাশিতঃ ২২ নভেম্বর ২০২৩, বুধ, ৮:৩৫ অপরাহ্ণ
জিতলো ভারত, টিকিট পেলো বাংলাদেশ
প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০২৩, সোম, ১২:০৯ পূর্বাহ্ণ
ম্যাথিউজের টাইমড আউট বিতর্কে যেভাবে রিঅ্যাক্ট করছে শ্রীলঙ্কা
প্রকাশিতঃ ৮ নভেম্বর ২০২৩, বুধ, ১২:৪৬ পূর্বাহ্ণ
শামিকে নিয়ে মেতেছে ভারত, অথচ এক সময় বলা হয়েছিল...
প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৩, শনি, ১২:৩৫ পূর্বাহ্ণ
পাকিস্তান এবং নিউজিল্যান্ড যেভাবে ‘নক-আউট’ পরিস্থিতিতে আছে
প্রকাশিতঃ ২ নভেম্বর ২০২৩, বৃহঃ, ৩:১৬ অপরাহ্ণ
ক্রিকেটের কোন নিয়মে আম্পায়ার ওয়াইড না দিতে পারেন?
প্রকাশিতঃ ২১ অক্টোবর ২০২৩, শনি, ১২:৫০ পূর্বাহ্ণ