প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন রোনালদিনহো
Image

মঙ্গলবার || ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন রোনালদিনহো

প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০২৩, বুধ, ১১:১২ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৮৩ বার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন রোনালদিনহো

একদিনের সফরে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো। ২০০২ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি বাংলাদেশের প্রধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি পূর্বনির্ধারিতই ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টায় এই সানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।ক্ষাৎকার হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে গণভবনে পৌঁছতেই পারেননি এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হোটেল রেডিসন থেকে গণভবনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় সাংবাদিকদের সামনে হাজির হওয়ার কথা রোনালদিনহোর। রেডিসনে ফিরে সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পুরুষ ও নারী জাতীয় দলের দুই অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন। তাদের সঙ্গে র‍্যাডিসনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।

এর আগে দুপুর সাড়ে ৩ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখান থেকে সরাসরি বিশ্রামের জন্য রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসনে আসেন রোনালদিনহো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি পূর্বনির্ধারিতই ছিল। সন্ধ্যা সাড়ে ৬টায় এই সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে গণভবনে পৌঁছাতেই পারেননি ব্রাজিলিয়ান কিংবদন্তি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হোটেল রেডিসন থেকে গণভবনের উদ্দেশে যাত্রা করেন তিনি।


সাক্ষাৎকার অনুষ্ঠানে শেখ হাসিনা রোনালদিনহো বাংলাদেশে আসায় আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।’ বিশ্বকাপজয়ী ফুটবলারের আগমন দেশের ফুটবলে প্রাণের সঞ্চার করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রোনালদিনহোও বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদান, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও নারী ফুটবলে অবদান সম্পর্কে অবগত আছেন বলে জানান। তিনি এ জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও।

শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে হাজির হন রোনালদিনহো। হোটেল রেডিসনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রোনালদিনহো। সেখান থেকে সরাসরি বিশ্রামের জন্য রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসনে আসেন তিনি।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রাইভেট জেট নিয়ে কেন ম্যানচেস্টারে এসেছিলেন রোনাল্ডো

প্রকাশিতঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গল, ১০:৫৩ অপরাহ্ণ

সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

প্রকাশিতঃ ৯ নভেম্বর ২০২৪, শনি, ১০:১৫ অপরাহ্ণ

ভিসা জটিলতায় আমিরাতে যেতে পারেননি নাসুম-নাহিদ

প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৪, সোম, ১১:৩১ অপরাহ্ণ

আফগানিস্তান সিরিজের টাইগারদের দল ঘোষণা, দলে নেই সাকিব-লিটন

প্রকাশিতঃ ১ নভেম্বর ২০২৪, শুক্র, ১০:৫৮ অপরাহ্ণ

বাফুফে ভবনের উদ্দেশে ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়নদের যাত্রা শুরু

প্রকাশিতঃ ৩১ অক্টোবর ২০২৪, বৃহঃ, ৯:২২ অপরাহ্ণ

ফিলিস্তিন ফুটবল দল এখন ঢাকায়

প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৪, সোম, ১২:০৫ পূর্বাহ্ণ

শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৪, বুধ, ১২:৩২ পূর্বাহ্ণ