Dakhinadarpon এশিয়া কাপ স্কোয়াডে লিটনের পরিবর্তে এনামুল – Dakhinadarpon
Image

শনিবার || ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এশিয়া কাপ স্কোয়াডে লিটনের পরিবর্তে এনামুল

প্রকাশিতঃ ৩১ আগস্ট ২০২৩, বৃহঃ, ১০:০৭ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৫৭ বার।

এশিয়া কাপ স্কোয়াডে লিটনের পরিবর্তে এনামুল
ভাইরাস জ্বরের কারণে এসিসি এশিয়া কাপ ২০২৩ থেকে বাদ পড়েছেন বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস। তার অনুপস্থিতিতে দলে দ্রুত রদবদল করা হয়েছে, স্থলাভিষিক্ত হয়েছেন এনামুল হক বিজয়।
বুধবার (৩০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জ্বরের সঙ্গে লড়াইয়ের কারণে বহুপ্রতীক্ষিত এশিয়া কাপে শ্রীলঙ্কা সফরে যেতে না পারায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হলো এই ওপেনারকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জাতীয় নির্বাচক প্যানেল ৩০ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান এনামুলকে লিটনের শূন্যতা পূরণের লক্ষ্যে দলে জায়গা দিয়েছে।
এনামুল ৪৪টি ওয়ানডে খেলেছেন এবং ৩টি সেঞ্চুরিসহ ১ হাজার ২৫৪ রান সংগ্রহ করেছেন। বাংলাদেশের হয়ে সর্বশেষ গত ডিসেম্বরে ওয়ানডে ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিলেন তিনি।
বিসিবির জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন এনামুল হককে দলে নেওয়ার পেছনের চিন্তাভাবনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘তিনি (এনামুল) ঘরোয়া ক্রিকেটে রান করেছেন এবং আমরা বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে তাকে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি। তিনি সবসময় আমাদের বিবেচনায় ছিলেন।’
তিনি আরও বলেন, ‘লিটনের অনুপস্থিতির কারণে, আমাদের এমন একজন টপ অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন ছিল যিনি উইকেটকিপিং করতে পারেন এবং এনামুল এতে সম্মতি দেন।’
৩১ আগস্ট ক্যান্ডিতে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে পাকিস্তান যাবে টাইগাররা।
২০২৩ এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মাহেদী হাসান, মোহাম্মদ নাইম, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

এ জাতীয় আরো সংবাদ

সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

প্রকাশিতঃ ৯ নভেম্বর ২০২৪, শনি, ১০:১৫ অপরাহ্ণ

ভিসা জটিলতায় আমিরাতে যেতে পারেননি নাসুম-নাহিদ

প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৪, সোম, ১১:৩১ অপরাহ্ণ

আফগানিস্তান সিরিজের টাইগারদের দল ঘোষণা, দলে নেই সাকিব-লিটন

প্রকাশিতঃ ১ নভেম্বর ২০২৪, শুক্র, ১০:৫৮ অপরাহ্ণ

বাফুফে ভবনের উদ্দেশে ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়নদের যাত্রা শুরু

প্রকাশিতঃ ৩১ অক্টোবর ২০২৪, বৃহঃ, ৯:২২ অপরাহ্ণ

ফিলিস্তিন ফুটবল দল এখন ঢাকায়

প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৪, সোম, ১২:০৫ পূর্বাহ্ণ

শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৪, বুধ, ১২:৩২ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশের মেয়েরা

প্রকাশিতঃ ২৪ জানুয়ারি ২০২৪, বুধ, ১০:২৮ অপরাহ্ণ