রবিবার || ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
no posts Have
শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
প্রকাশিতঃ ৯ আগস্ট ২০২৩, বুধ, ১১:০৯ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১৮৩ বার।
“আত্মনিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুনরাই মুল শক্তি’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদশের বিভিন্ন শ্রেণীর আদিবাসী জনগণ নানা আয়োজনে জাতিসংঘ ঘোষিত এই বিশ্ব আদিবাসী দিবস পালন করেছে।
সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা শ্যামনগরের আয়োজনে ০৯ আগস্ট বুধবার বেলা ১১ টায় মুন্সিগঞ্জ সামস্ এর নিজস্ব কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সামস্ এর কার্যালয়ে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সামস্ এর সভাপতি গোপাল কৃষ্ণ মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণের মশাল এর সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামস্ এর পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, যীশুনাম আশ্রম এর পরিচালক ফাদার লুইজি পাজ্জী, আতরজান মহিলা মহাবিদ্যালয় এর প্রভাষক দীপঙ্কর বিশ্বাস, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী ইমরান।
এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, বারসিক এর আঞ্চলিক কর্মসূচী সংগঠন রাম কৃষ্ণ জোয়ার্দার, কারিতাস বাংলাদেশ এর কর্মসূচী সংগঠক সুমন কুমার মালাকার সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ এবং শত শত মুন্ডা তরুণ তরুণী।
আর্থসামাজিক অবস্থার পরিবর্তন – ভূমি সহ অস্তিত্ব রক্ষা আদিবাসীদের মুল দাবী। সভা থেকে প্রভাবশালী সন্ত্রাসীদের নৃশংসতায় নিহত নরেন্দ্রমুন্ডার হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির জন্য জোর দাবি জানানো হয়।