রবিবার || ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়ে ‘পুতিনকে হত্যার চেষ্টা’ – বলছে রাশিয়া
প্রকাশিতঃ ৩ মে ২০২৩, বুধ, ১১:০১ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৮৮ বার।
রাশিয়া বলছে মঙ্গলবার রাতে মস্কোর ক্রেমলিনে দুটো ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে।
মস্কো বলছে তারা এই হামলাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য ইউক্রেনের চেষ্টা হিসেবে দেখছে।
ক্রেমলিন বলছে যে দুটো ড্রোনের সাহায্যে এই হামলা চালানোর চেষ্টা করা হয়, সেগুলোকে রুশ প্রতিরক্ষা বাহিনী আকাশেই ধ্বংস করে দিয়েছে।
প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র বলছেন সেসময় মি. পুতিন ক্রেমলিনে ছিলেন না এবং হামলায় ভবনের কোনো ক্ষতি হয়নি।
এক বিবৃতিতে ক্রেমলিন বলছে: “গত রাতে কিয়েভ সরকার রুশ ফেডারেশনের প্রেসিডেন্টের বাসভবনে চালকবিহীন বস্তু দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করেছে।”
সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে মস্কোর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি বস্তু ক্রেমলিনের উপরে উড়ছে এবং তার পরেই তাতে বিস্ফোরণ ঘটে।
তবে বিবিসি এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখতে পারেনি।
রাশিয়ার এই অভিযোগের জবাবে ইউক্রেন বলছে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
ক্রেমলিন এই ঘটনাকে “পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ” বলে উল্লেখ করেছে।
বার্তা সংস্থা আরআইএ বলছে রাশিয়ার এর জবাব দেওয়ার অধিকার রয়েছে এবং উপযুক্ত সময়ে সেটা দেওয়া হবে।
“ক্রেমলিন এই ঘটনাকে দেখছে পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ এবং ৯ই মে বিজয় দিবসের কুচকাওয়াজের আগে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা হিসেবে,” বলছে আরআইএ।
বিজয় দিবসের কুচকাওয়াজে বহু বিদেশী অতিথির যোগ দেওয়ার কথা রয়েছে।
ক্রেমলিনকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা বলছে কুচকাওয়াজ অনুষ্ঠানের কোনো পরিবর্তন হবে না। আগের পরিকল্পনা অনুসারেই তা অনুষ্ঠিত হবে।
বিবিসির রাশিয়ার বিষয়ক সম্পাদক স্টিভ রোজেনবার্গ বলছেন মি. পুতিনকে কড়া নিরাপত্তা দেওয়া হয়, এবং ড্রোন কিভাবে এতো দূরে ক্রেমলিনের কাছে গিয়ে পৌঁছাল সেটা বিস্ময়কর ঘটনা।
ক্রেমলিন বলছে, প্রেসিডেন্ট পুতিন অক্ষত আছেন এবং তার কর্মসূচি স্বাভাবিকভাবেই চলবে।
তারা বলছে, ড্রোনের ধ্বংসাবশেষ ক্রেমলিন এলাকায় পড়েছে এবং তাতে কেউ আহত হয়নি এবং ভবনেরও কোনো ক্ষতি হয়নি।
এই ঘটনার পর বুধবার মস্কোর মেয়র শহরের আকাশে অননুমোদিত ড্রোনের উড়ান নিষিদ্ধ করেছেন।
সের্গেই সোবিয়ানিন বলেছেন এজন্য সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে।