শনিবার || ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
আইসিসির মাস সেরা হলেন সাকিব
প্রকাশিতঃ ১২ এপ্রিল ২০২৩, বুধ, ১১:১৩ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৩৪ বার।
আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসির মাস সেরার পুরস্কার জিতেছেন তিনি।
বুধবার (১২ এপ্রিল) আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলাদেশের টাইগার অলরাউন্ডার সাকিবকে মাস সেরা পুরস্কার দেওয়ার কারণ, তিনি গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। সেটিকেই বিবেচনায় নেওয়া হয়েছে। জস বাটলারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব। এছাড়া সিরজে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি তালিকায় ও ছিলেন উপরে।
অপরদিকে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন সাকিব যার ফলে ঘরে মাঠে জস বাটলারদেরকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডে সিরিজেও সে ধারাবাহিকতায় অব্যাহত রাখে টাইগার অলরাউন্ডার। মার্চে মোট ১২ ম্যাচ খেলে টাইগার আলরাউন্ডার ৩৫৩ রান ও বল হাতে তুলেন ১৫টি উইকেট।
মার্চ মাস সেরা হয়ে সাকিব বলেছেন, আমি এই পুরস্কার জিতে গর্বিত, বিশেষজ্ঞ প্যানেলকে ধন্যবাদ জানায় যারা আমার জন্য ভোট করেছেন। এই স্বীকৃতি আমার কাছে অনেক মূল্যবান কারণ অনেকগুলো প্রতিভাবান ক্রিকেটার থেকে এ মাসে বিশেষ পারফরম্যান্স এসেছে।