Dakhinadarpon বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আয়কর দিতে হবে না – Dakhinadarpon
Image

রবিবার || ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ || ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

no posts Have

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আয়কর দিতে হবে না

প্রকাশিতঃ ৬ এপ্রিল ২০২৩, বৃহঃ, ১০:৪৬ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১০৩ বার।

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আয়কর দিতে হবে না
আপাতত কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আয়কর দিতে হবেনা বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিপরীতে করা রিভিউ খারিজ করে এ রায় দেন।
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর আরোপ করা হয়। যা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা।
সে সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর নেয়ার সিদ্ধান্ত স্থগিত করে দেন হাইকোর্ট। সে রায়ের পাল্টা আপিল করে সরকার। আজ দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের আদেশটা বহাল রাখেন।
আদালত তার পর্যবেক্ষণে বলে, সংবিধানের ৩২ অনুচ্ছেদে জীবনের অধিকারের কথা বলেছে, যার মধ্যে শিক্ষার অধিকারও পড়ে।
‘গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার উঠতি নাগরিকদের জন্য পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান করতে ব্যর্থ হয়েছে। ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ অনুসারে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। এখন সরকার যদি এই সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ট্যাক্স আরোপ করে, তাহলে তা অবশ্যই শিক্ষার্থীদের টিউশন ফি বাড়িয়ে দেবে।
‘এটা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে। রাষ্ট্রের এই বৈষম্যমূলক পদক্ষেপের চূড়ান্ত ভুক্তভোগী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটা অসাংবিধানিক এবং অবৈধ।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক প্রতিষ্ঠান বিধায় এর আগে ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপ করা হলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে তা বন্ধ করা হয়।
২০০৭ সালের ২৮ জুন জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়, যারা পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, তাদের আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর পুনঃনির্ধারণ করার কথা জানানো হয়।
তবে, ‘মেডিকেল, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং ও তথ্য শিক্ষাদানে নিয়োজিত প্রাইভেট কলেজ বা বিশ্ববিদ্যালয়সমূহের আয় করমুক্ত হইবে। কিন্তু ওই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিবছর যথারীতি নিরীক্ষিত হিসাব বিবরণীসহ আয়কর বিবরণী দাখিল করতে হবে। ১ জুলাই থেকে এটা কার্যকর হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।

এ জাতীয় আরো সংবাদ

১৭ আগস্টেই এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

প্রকাশিতঃ ৮ আগস্ট ২০২৩, মঙ্গল, ১১:৫০ অপরাহ্ণ

৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৩, শুক্র, ৩:১৯ অপরাহ্ণ

তুরস্ক, কোরিয়া ও জার্মানিসহ যেসব দেশ উচ্চশিক্ষার জন্য জনপ্রিয়...

প্রকাশিতঃ ১৯ এপ্রিল ২০২৩, বুধ, ৫:০৯ অপরাহ্ণ

সেরা ১০টি শিক্ষামূলক ওয়েবসাইট

প্রকাশিতঃ ৬ এপ্রিল ২০২৩, বৃহঃ, ১১:০৬ অপরাহ্ণ

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আয়কর দিতে হবে না

প্রকাশিতঃ ৬ এপ্রিল ২০২৩, বৃহঃ, ১০:৪৬ অপরাহ্ণ

দেশের সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০২৩, মঙ্গল, ১:০১ পূর্বাহ্ণ

ভর্তি প্রক্রিয়া নিয়ে জটিলতা, জবি শিক্ষক সমিতির মানববন্ধনের ডাক

প্রকাশিতঃ ৩ এপ্রিল ২০২৩, সোম, ১২:৪৩ পূর্বাহ্ণ