Dakhinadarpon বাংলাদেশের রান শোধ দিয়ে আইরিশদের লিড – Dakhinadarpon
Image

মঙ্গলবার || ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

no posts Have

বাংলাদেশের রান শোধ দিয়ে আইরিশদের লিড

প্রকাশিতঃ ৬ এপ্রিল ২০২৩, বৃহঃ, ১০:৩৫ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৪ বার।

বাংলাদেশের রান শোধ দিয়ে আইরিশদের লিড
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৪ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়েছিল আয়ারল্যান্ড। তৃতীয় দিন সকালে ঘণ্টা খানেক ব্যাটিংয়ের পর প্রথম উইকেট হারায় সফরকারীরা। এরপর ফিফটি করে ফিরেছেন দৃঢ়তা দেখানো হ্যারি টেক্টর। পরে লরকান টাকারের ব্যাটিংয়ে লিড নিয়েছে তারা।
আয়ারল্যান্ড ৭১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা লরকান টাকার ৮২ রানে খেলছেন। তার সঙ্গী অ্যান্ডি ম্যাকব্রেনি ২৪ রান করেছেন। বাংলাদেশের প্রথম ইনিংসের রান শোধ দিয়ে ৩৩ রানের লিড নিয়েছে তারা।
এর আগে টস জিতে ব্যাট করে প্রথমদিন আয়ারল্যান্ড ২১৪ রানে অলআউট হয়। সফরকারীদের হয়ে মিডল অর্ডার ব্যাটার হ্যারি টেক্টর ৫০ রানের ইনিংস খেলেন। এছাড়া কার্টুস ক্যাম্পার ৩৪, লরকান টাকার ৩৭ ও মার্ক এডায়ার ৩২ রান যোগ করেন।
জবাব দিতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৬৯ রান তোলে। লিড নেয় ১৫৫ রানের। দলের হয়ে মুশফিকুর রহিম ১২৬ রানের ইনিংস খেলেন। টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরির পথে ১৫টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।
মুশফিকের সঙ্গে ১৫৯ রানের জুটি গড়ে ৪০ রানে তিন উইকেট হারানো দলকে ভরসা দেন সাকিব। তিনি খেলেন ৯৪ বলে ১৪ চারে ৮৭ রানের ইনিংস। এছাড়া শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া মেহেদি মিরাজ ৫৫ রানের ইনিংস খেলেন। লিটন ফিরে যান ৪৩ রান করে।
দ্বিতীয় ইনিংসে নেমে সফরকারী আয়ারল্যান্ড এক রানে একটি, আট রানে তিনটি ও ১৩ রান হারায় চতুর্থ উইকেট। সেখান থেকে ৪০ বল খেলে ৮ রান তুলে দিন শেষ করেছেন হ্যারি টেক্টর। তার সঙ্গী ছিলেন পিটার মুর।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম পাঁচ উইকেট নিয়েছেন। মেহেদি মিরাজ ও এবাদত হোসেন নিয়েছেন দুটি করে উইকেট। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রেনি নিয়েছেন ছয় উইকেট। দ্বিতীয় ইনিংসে সাকিব দুটি ও তাইজুল নিয়েছেন দুই উইকেট।

এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ব্রোঞ্জ জয়

প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গল, ৫:৩০ পূর্বাহ্ণ

সৌদি আরব কেন ফুটবলে এত অর্থ ঢালছে?

প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনি, ১০:০৪ অপরাহ্ণ

ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফল যেভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধ, ২:২৬ পূর্বাহ্ণ

পাকিস্তান-ভারত ম্যাচ, লড়াইয়ের ভেতরে লড়াই

প্রকাশিতঃ ২ সেপ্টেম্বর ২০২৩, শনি, ৩:০৯ অপরাহ্ণ

শ্রীলংকা পারলে বাংলাদেশ পারেনা কেন?

প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৩, শুক্র, ৩:২৮ অপরাহ্ণ

এশিয়া কাপ স্কোয়াডে লিটনের পরিবর্তে এনামুল

প্রকাশিতঃ ৩১ আগস্ট ২০২৩, বৃহঃ, ১০:০৭ অপরাহ্ণ

এশিয়া কাপের ‘হাইব্রিড মডেল’, দলগুলোর শক্তি ও দুর্বলতা যেখানে

প্রকাশিতঃ ৩০ আগস্ট ২০২৩, বুধ, ২:১৭ অপরাহ্ণ