রবিবার || ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
no posts Have
ঘুমন্ত অবস্থায় তিতুমীর কলেজ শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিতঃ ৩ এপ্রিল ২০২৩, সোম, ১২:১৬ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ১৪৬ বার।
ঘুমন্ত অবস্থায় সরকারি তিতুমীর কলেজের তৌফিক মোরশেদ অনিক নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার সকাল ৭টার দিকে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।
অনিক তিতুমীর কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের (২০-২১) সেশনের ছাত্র ছিলেন। তিনি পরিবারসহ ধানমন্ডি এলাকায় থাকতেন। গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার দেবিরচর এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খেয়ে ঘুমিয়ে পরে অনিক। পরে সকালে পরিবার গিয়ে বিছানায় মৃত অবস্থায় পায় তাকে। ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন অনিক।
এ বিষয়ে তার বাবা মনজুর মোর্শেদ বলেন, প্রতিদিনের মতই অনিক রোজার সেহরি খেয়ে আজ ঘুমিয়ে পড়ে। পরে সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে আমরা অনিকের রুমে গিয়ে দেখি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। অনেক চেষ্টা করেও আর আমার ছেলেকে জাগানো যায়নি।
তিনি বলেন, আসর নামাজের পর জানাজা শেষে অনিককে দাফন করা হয়েছে।
অনিকের মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবার, শিক্ষক ও তার বন্ধুমহলে।
শোক প্রকাশ করে পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নাজমা আক্তার সরকার বলেন, আমার শিক্ষার্থীর মৃত্যুবরণ করেছে শুনে আমি খুবই মর্মাহত। মনে হচ্ছে আমার নিজের ছেলে মারা গিয়েছে। এ খবর শুনে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি খুবই মর্মাহত। অনিকের আত্মার শান্তি কামনা করছি।
তিনি বলেন, আগামীকাল আমরা বিভাগের সকলের সঙ্গে আলোচনা করে অনিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করবো। যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে সহোযোগিতা করবো।
এ বিষয়ে তিতুমীর কলেজ পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক টিটো বলেন, আমরা খবর পেয়েছি আমাদের বিভাগের ২০-২১ সেশনের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আমরা খুবই মর্মাহত।
শোক প্রকাশ করে অনিকের সহপাঠী মারুফ বলেন, তিতুমীর কলেজে ভর্তি হওয়ার পর থেকেই দেখেছি অনিক অত্যন্ত ভদ্রভাবে সবার সঙ্গে মিশেছে। অনেক মেধাবী শিক্ষার্থী ছিল অনিক। অকালে এভাবে অনিকের মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। এমন সহপাঠী পাওয়া ভাগ্যের বিষয়। আমার বন্ধুর আত্মার শান্তি কামনা করছি।