শনিবার || ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
মাদ্রিদের রাস্তায় ভক্তদের ভালোবাসায় সিক্ত রোনালদো
প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৩, শনি, ১২:২১ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ৯২ বার।
ইউরো বাছাইয়ের ম্যাচ শেষে ক্লাব ফুটবলের লড়াই শুরু হতে এখনো কিছু সময় বাকি। মাঝখানে বিরতির সময়টায় অবকাশ কাটাতে ক্রিস্টিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন মাদ্রিদে। এই শহরেরই ক্লাব রিয়াল মাদ্রিদে প্রায় এক দশক ধরে খেলেছেন রোনালদো। তাই এখনো সময় পেলে চলে আসেন মাদ্রিদে। এখানকার অনেক অভ্যাসই যে ভুলতে পারেননি পর্তুগিজ মহাতারকা।
এবারও মাদ্রিদে পৌঁছে নিজের পছন্দের রেস্তোরাঁয় খেতে গিয়ে ভক্ত–সমর্থকদের ভিড়ের মধ্যে পড়েছেন রোনালদো। সে সময় রোনালদোর সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজও।
শুধু রোনালদো ও তাঁর সঙ্গী জর্জিনাই নন, এ সময় নজড় কেড়েছে রোনালদোর সঙ্গে থাকা গাড়িটিও। বুগাত্তি সেন্তোদিয়েচি নামের গাড়িটি খুবই বিশেষ, কারণ এটি বানানোই হয়েছিল মাত্র ১০টি, যার একটি আছে রোনালদোর কাছে। ২০২০ সালে করোনা সংক্রমণের সময় ৯০ কোটি টাকা দিয়ে গাড়িটি কিনে সবাইকে চমকে দিয়েছিলেন ‘সিআর সেভেন’। শুধু বুগাত্তির এই গাড়িই নয়, রোনালদোর সংগ্রহে আছে বিশ্বের বেশ কিছু নামীদামি গাড়ি। ধারণা করা হয়, রোনালদোর কাছে যেসব গাড়ি আছে, সেগুলোর মূল্য আনুমানিক ১ কোটি ৮০ লাখ ইউরো।
সঙ্গী জর্জিনাকে নিয়ে বিলাসবহুল গাড়িটিতে রোনালদো যাচ্ছিলেন মূলত রেস্তোরাঁয় রাতের খাবার খেতে। রাস্তায় রোনালদোকে চিনতে পেরে তাঁর গাড়িটিকে ঘিরে ধরেন ভক্ত–সমর্থকেরা। সবাই তখন রোনালদো ও তাঁর গাড়ির ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। ভিড় এড়িয়ে রোনালদো গাড়িতে উঠলে নিরাপত্তারক্ষীরা দ্রুত এসে উৎসুক জনতাকে সরিয়ে দেন। এরপর রোনালদো সেখান থেকে যেতে পারেন।