Dakhinadarpon কৃতজ্ঞতা জানাতে ভোলেননি – Dakhinadarpon
Image

শনিবার || ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কৃতজ্ঞতা জানাতে ভোলেননি

প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৩, শনি, ১:২৩ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ২৭৭ বার।

কৃতজ্ঞতা জানাতে ভোলেননি

নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক তারকাদের যাপিত জীবনের গল্প।

১ / ৪
কয়েক দিন ধরে ফেরদৌসকে শুটিংয়ের বাইরে নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতের লক্ষ্যে ঢাকার বিভিন্ন সড়কে প্রচারণায় দেখা গেছে। আজ শুক্রবার হঠাৎ জানালেন, এফডিসিতে শুটিং করছেন। ফেসবুকে দুটি স্থিরচিত্র পোস্ট করে এই নায়ক লিখেছেন, ‘আফটার আ লং টাইম শুটিং ইন এফডিসি।’

কয়েক দিন ধরে ফেরদৌসকে শুটিংয়ের বাইরে নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতের লক্ষ্যে ঢাকার বিভিন্ন সড়কে প্রচারণায় দেখা গেছে। আজ শুক্রবার হঠাৎ জানালেন, এফডিসিতে শুটিং করছেন। ফেসবুকে দুটি স্থিরচিত্র পোস্ট করে এই নায়ক লিখেছেন, ‘আফটার আ লং টাইম শুটিং ইন এফডিসি।’
ছবি : ফেসবুক

২ / ৪
গতকাল ৩০ মার্চ ছিল অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভার জন্মদিন। দিনটি বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় কেটেছে। তাই তো সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি এই অভিনয়শিল্পী।

গতকাল ৩০ মার্চ ছিল অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভার জন্মদিন। দিনটি বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় কেটেছে। তাই তো সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি এই অভিনয়শিল্পী।
ছবি : ফেসবুক

৩ / ৪
অভিনয়শিল্পী জয়া আহসান বেড়াতে গেছেন জাপানে। অনেক দিনের পরিকল্পনা ছিল জাপানে তিনি চেরি ব্লসম দেখতে যাবেন। কিন্তু শুটিং ও অন্যান্য কাজের ব্যস্ততায় সময় করে উঠতে পারেননি। এবার সবকিছু থেকে ছুটি নিয়ে সপ্তাহ তিনেকের জন্য ছুটে গেলেন জাপানে, সঙ্গে আছেন ছোট বোন কান্তা। জাপান থেকে এ দুই স্থিরচিত্র ‘চেরি ব্লসম, টোকিও, জাপান’।

অভিনয়শিল্পী জয়া আহসান বেড়াতে গেছেন জাপানে। অনেক দিনের পরিকল্পনা ছিল জাপানে তিনি চেরি ব্লসম দেখতে যাবেন। কিন্তু শুটিং ও অন্যান্য কাজের ব্যস্ততায় সময় করে উঠতে পারেননি। এবার সবকিছু থেকে ছুটি নিয়ে সপ্তাহ তিনেকের জন্য ছুটে গেলেন জাপানে, সঙ্গে আছেন ছোট বোন কান্তা। জাপান থেকে এ দুই স্থিরচিত্র ‘চেরি ব্লসম, টোকিও, জাপান’।
ছবি : ফেসবুক

৪ / ৪
একটি অ্যাপ প্রতিষ্ঠানে কান্ট্রি হেড পদে নিযুক্ত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। চাকরিজীবনে আসিফের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে একটি অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো ও রাজি করানো। সেই কাজে পাস করেছেন তিনি। ফেসবুকে রুনা লায়লার সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে আসিফ আকবর আজ শুক্রবার খবরটি জানিয়েছেন। আসিফ যে অ্যাপ প্রতিষ্ঠানের উচ্চপদে চাকরি নিয়েছেন, সেই অ্যাপের উদ্বোধন হবে আগামী ৩০ এপ্রিল, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। সেখানকার একটি স্টেডিয়ামে বিশাল আয়োজনে অ্যাপটি উন্মুক্ত করা হবে। আর ওই আয়োজনে থাকবেন রুনা লায়লা।

একটি অ্যাপ প্রতিষ্ঠানে কান্ট্রি হেড পদে নিযুক্ত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। চাকরিজীবনে আসিফের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে একটি অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো ও রাজি করানো। সেই কাজে পাস করেছেন তিনি। ফেসবুকে রুনা লায়লার সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে আসিফ আকবর আজ শুক্রবার খবরটি জানিয়েছেন। আসিফ যে অ্যাপ প্রতিষ্ঠানের উচ্চপদে চাকরি নিয়েছেন, সেই অ্যাপের উদ্বোধন হবে আগামী ৩০ এপ্রিল, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। সেখানকার একটি স্টেডিয়ামে বিশাল আয়োজনে অ্যাপটি উন্মুক্ত করা হবে। আর ওই আয়োজনে থাকবেন রুনা লায়লা। 
ছবি : ফেসবুক

এ জাতীয় আরো সংবাদ

শেখ হাসিনা কখনো পদত্যাগ করেননি: কঙ্গনা রানাওয়াত

প্রকাশিতঃ ৯ নভেম্বর ২০২৪, শনি, ১০:১২ অপরাহ্ণ

ধার্মিক পাত্র পেলে অভিনয় ছেড়ে দেবেন প্রিয়াঙ্কা

প্রকাশিতঃ ১৪ অক্টোবর ২০২৪, সোম, ১১:০১ অপরাহ্ণ

সুখবর দিলেন জয়া

প্রকাশিতঃ ৬ এপ্রিল ২০২৩, বৃহঃ, ১০:৫৯ অপরাহ্ণ

তিন হিন্দু সন্তানের মা যে মুসলিম নারীর জীবন কাহিনী-ভিত্তিক...

প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০২৩, মঙ্গল, ১২:৩৩ পূর্বাহ্ণ

আমার কাছে এই সমাজের ক্ষমা চাওয়া উচিত: প্রভা

প্রকাশিতঃ ২ এপ্রিল ২০২৩, রবি, ১১:৪৯ অপরাহ্ণ

কৃতজ্ঞতা জানাতে ভোলেননি

প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৩, শনি, ১:২৩ পূর্বাহ্ণ

৩৫ বছর বয়সেও যেভাবে ফিট আছেন আনুশকা শর্মা

প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৩, শনি, ১:১৯ পূর্বাহ্ণ