
রবিবার || ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
মেসিকে ২০২৬ বিশ্বকাপে খেলতে যা করতে হবে
প্রকাশিতঃ ৩০ মার্চ ২০২৩, বৃহঃ, ৫:৫৯ অপরাহ্ণ । পঠিত হয়েছে ১১০ বার।

কাতারে গত ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরই প্রশ্নটা উঠেছিল, ২০২৬ বিশ্বকাপেও কি খেলবেন লিওনেল মেসি?
এই প্রশ্নের উত্তর শুধু মেসিই জানেন। তবে সবুজ সংকেত কোচ লিওনেল স্কালোনি আগেই দিয়ে রেখেছেন। মেসি খেলতে চাইলে জাতীয় দলের দরজা তাঁর জন্য সব সময়ই খোলা থাকবে, এমন কথাও বলেছেন স্কালোনি। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থরাও যেন এক পায়ে দাঁড়িয়ে।
ম্যাক অ্যালিস্টার থেকে রদ্রিগো দি পলরা মেসিকে দেখতে চান ২০২৬ সালে যুক্তরাস্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে। বাকিটা এখন মেসির ওপর। ৩৫ বছর বয়সী তারকার সিদ্ধান্তের ওপরই সবকিছু নির্ভর করছে।
মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে এই ব্যাপারটি নিয়ে অনেকেই ভাবছেন। আর্জেন্টিনাকে ’৭৮ বিশ্বকাপ জেতানো কিংবদন্তি মারিও কেম্পেস যেমন মেসিকে ২০২৬ বিশ্বকাপ খেলার পথ বাতলে দিয়েছেন।
তাঁর মতে, ২০২৬ বিশ্বকাপে খেলতে মেসির পিএসজিতেই থেকে যাওয়া উচিত। রোজারিও সেন্ট্রাল, রিভার প্লেট ও ভ্যালেন্সিয়ার সাবেক এই স্ট্রাইকার ‘টিওয়াইসি স্পোর্টস’–এর সঙ্গে কথা বলেছেন এ নিয়ে। আর্জেন্টিনার সংবাদমাধ্যমকে ৬৮ বছর বয়সী কেম্পেস বলেছেন, ‘পরের বিশ্বকাপে খেলতে চাইলে ফ্রান্স তার জন্য ভালো জায়গা, সেখানেই ভালো থাকবে।’
কেম্পেস নিজের যুক্তির পক্ষে ব্যাখ্যাও দিয়েছেন। ফ্রান্সের শীর্ষ প্রতিযোগিতা লিগ আঁ-তে মেসি ‘বেশি বিশ্রাম পাবেন’ এবং ‘এই চ্যাম্পিয়নশিপের জন্য মেসি মানানসই’ বলে মনে করেন কেম্পেস, ‘চ্যাম্পিয়নস লিগে এখন তার একটু সমস্যা হয়।
কিন্তু পিএসজিতে তিন বছরের মধ্যে সে ঠিক হয়ে যাবে। আর মেসি ধীরে ধীরে শারীরিক ছন্দ ফিরে পাচ্ছে। তবে একটি জায়গায় মেসি এখনো অনন্য। যখন দৌড়ানোর প্রয়োজন, তখন দৌড়ায়। জয়ের এই মানসিকতা ধরে রাখতে পারলেই হবে।’ এর পাশাপাশি কেম্পেস মনে করেন, ‘মেসিকে জাতীয় দলের জন্য যতটা নিবেদিত মনে হয়, পিএসজিতে সেটি দেখা যায় না।’
এ জাতীয় আরো সংবাদ

রেকর্ড গড়ে বাংলাদেশকে ৪ দিনেই হারিয়ে দিল জিম্বাবুয়ে
প্রকাশিতঃ ২৪ এপ্রিল ২০২৫, বৃহঃ, ১২:২১ পূর্বাহ্ণ
শিলংয়ে ভারত ও বাংলাদেশের মর্যাদার ম্যাচ গোল ছাড়াই শেষ
প্রকাশিতঃ ২৫ মার্চ ২০২৫, মঙ্গল, ১১:৪৯ অপরাহ্ণ
প্রাইভেট জেট নিয়ে কেন ম্যানচেস্টারে এসেছিলেন রোনাল্ডো
প্রকাশিতঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গল, ১০:৫৩ অপরাহ্ণ
সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের
প্রকাশিতঃ ৯ নভেম্বর ২০২৪, শনি, ১০:১৫ অপরাহ্ণ
ভিসা জটিলতায় আমিরাতে যেতে পারেননি নাসুম-নাহিদ
প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৪, সোম, ১১:৩১ অপরাহ্ণ
আফগানিস্তান সিরিজের টাইগারদের দল ঘোষণা, দলে নেই সাকিব-লিটন
প্রকাশিতঃ ১ নভেম্বর ২০২৪, শুক্র, ১০:৫৮ অপরাহ্ণ