
রবিবার || ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ || ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
২৭০টি হারানো মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করলো পুলিশ
প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০২৩, মঙ্গল, ১১:৫০ অপরাহ্ণ । পঠিত হয়েছে ৫৫ বার।

সাতক্ষীরায় ২৭০টি হারানো মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করে তা প্রকৃত মালিককে ফেরত দিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার (১০অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা পুলিশ লাইন কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে উক্ত মোবাইল ও নগদ টাকা ফেরত দেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
এ সময় তিনি বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে জনগণের হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে হারানো ২৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হলো। যার আনুমানিক মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা। একই সাথে বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেয়া হলো। জনগণের সেবা দিতে পুলিশ পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত উল্লেখ করে তিনি এ সময় স্ব-স্ব মূল্যবান জিনিসপত্রের প্রতি আরও বেশি যতœবান হওয়ার আহবান জানান। এ সময় হারানো মোবাইল ফোনের মালিকরা পুলিশের এমন মহতী কাজকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানসহ অন্যান্যরা।
এ জাতীয় আরো সংবাদ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন,...
প্রকাশিতঃ ২২ নভেম্বর ২০২৩, বুধ, ৮:৫৩ অপরাহ্ণ
লবণাক্ততায় হুমকিতে কৃষি, ব্যাহত হচ্ছে গৃহপালিত পশুপাখি পালন
প্রকাশিতঃ ২২ নভেম্বর ২০২৩, বুধ, ৮:৪১ অপরাহ্ণ
২৬ নভেম্বর এইচএসসির ফল প্রকাশ
প্রকাশিতঃ ২০ নভেম্বর ২০২৩, সোম, ১১:০৯ অপরাহ্ণ
সেবা সংসদ কর্তৃক “মেধা অন্বেষণ” ২০২৩ পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১৭ নভেম্বর ২০২৩, শুক্র, ৩:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ১০টি স্বর্নের বার সহ চোরাকারবারি গ্রেপ্তার
প্রকাশিতঃ ৯ নভেম্বর ২০২৩, বৃহঃ, ১১:৩৭ অপরাহ্ণ
সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাশ
প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৩, শনি, ১২:৫০ পূর্বাহ্ণ