শনিবার || ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
তের দিন ধরে নিখোঁজ কৃষক জানাব আলীর কোন সন্ধান মেলেনি
প্রকাশিতঃ ১৮ আগস্ট ২০২৩, শুক্র, ৪:৪৮ অপরাহ্ণ । পঠিত হয়েছে ২৪৭ বার।
এম এম নেওয়াজ, সাতক্ষীরা : গত ১৩ দিন ধরে নিখোঁজ জানাব আলী ( ৪৭) নামে এক কৃষক। পরিবারে পক্ষ থেকে বহু খোঁজাখুঁজি করেও সন্ধান মিলিনি এখনও।একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি নিখোঁজের পর সংসার সঠিকভাবে চালাতে পারছে না স্ত্রী সাজিদা খাতুন।বাবাকে হারিয়ে নির্বাক ও দুশ্চিন্তায় প্রতিটাক্ষণ পার করছে এক ছেলে ও দুই মেয়ে । এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।
জনাব আলী সাতক্ষীরা সদর উপজেলার ৫ নং শিবপুর ইউনিয়নের ঝিটকি গ্রামের মৃত খোদাবক্স সরদারের ছেলে ।
জনাব আলীর বড় ভাই গোলাম বারী জানান,ঝিটকি ক্লিনিক মোড় থেকে রাত দশটার দিকে বাড়ি ফিরে তার ভাই। ৫ ই আগস্ট রাত ১০:১৫ মিনিটে তিনটা মোটরসাইকেলে পাঁচজন লোক এসে জনাব আলীকে ডাকে। কিছুক্ষন পর তাকে নিয়ে মটরসইকেলগুলো পশ্চিম দিকে চলে যায়। মধ্যরাতে তাকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।পরিবারের পক্ষ থেকে শুরু হয় খোঁজাখুঁজি।তেরদিন ধরে তাকে এখনো কোন সন্ধান করতে পারেনি। চরম উৎকন্ঠার মধ্য দিয়ে দিন পার করছে পরিবারটি। তবে জনাব আলী কৃষি কাজের পাশাপাশি মৎস্য ব্যবসার সাথে যুক্ত ছিল।
ইউপি সদস্য গ্রাম ডাক্তার সন্তোষ কুমার জানান, জনাব আলী নিখোঁজ হওয়ার পর তার পরিবার আমাকে জানায়। তবে আমি ঢাকায় অবস্থান করার কারণে থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেই।
জানাব আলীর স্ত্রী সাজেদা খাতুন জানান,কয়েকজন লোক এসেছিল।তবে কারা এসেছিল জানি না।কিন্তু অনেকদিন ধরে মাছের ব্যবসার টাকা নিয়ে ফোনে রাগারাগি করত। নিখোঁজ হওয়ার পর পরিবারের কষ্টের সীমা নেই। নির্ঘুম রাত পার করছি। আশায় আছি সে কখন বাড়ি ফিরে আসে। এ ব্যাপারে আমি বাদী হয়ে সাতক্ষীরায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। যার নাম্বার ৩৭১। তারিখ -০৭/০৮/২০২৩
শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, সংবাদ পেয়ে তাদের বাড়ি গিয়েছি। তাদেরকে সান্ত্বনা দিয়েছি। আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ করার এবং থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছি।প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছি।জনাব আলী নিখোঁজ পর থেকে তার বিষয়ে আপডেট খবর রাখছি।
সাতক্ষীরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, একটি সাধারণ ডায়েরি পেয়েছি। আমরা অতি দ্রুত থাকে খুঁজে বের করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।