Dakhinadarpon হারার পরও তাসকিনের সাহসী ঘোষণা – Dakhinadarpon
Image

সোমবার || ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

হারার পরও তাসকিনের সাহসী ঘোষণা

প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৩, শনি, ১২:৩২ পূর্বাহ্ণ । পঠিত হয়েছে ১১৯ বার।

হারার পরও তাসকিনের সাহসী ঘোষণা

আগ্রাসী ব্যাটিংয়ের মনোভাবে দল হারলে ঠিকই খারাপ লাগবে, কিন্তু এরপরও নিজেদের ‘ইনটেনসিটি’ ধরে রাখবে বাংলাদেশ দল—এমন জানিয়েছেন তাসকিন আহমেদ। চট্টগ্রামে আয়ারল্যান্ডের কাছে ৭ উইকেটে হারার পর আজ সংবাদ সম্মেলনে এসে এসব বলেছেন সিরিজসেরার পুরস্কার জেতা বাংলাদেশের পেসার।

এ সিরিজে বেশ আগ্রাসী ব্যাটিং করেছে বাংলাদেশ, আগের দুই ম্যাচে পেয়েছে ২০০–পেরোনো স্কোরও। আজ অবশ্য শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে স্বাগতিকেরা, ৪১ রানে ৫ উইকেটের পর ৬১ রানে ৭ উইকেট হারিয়ে বসে তারা। তবে এরপরও শট খেলার মানসিকতা থেকে সরে আসেননি বাংলাদেশ ব্যাটসম্যানরা, প্রায় সবাই নেমেই আক্রমণ করে গেছেন। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতে ১২৪ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

স্বাভাবিকভাবেই এমন ধাঁচের ব্যাটিংয়ে এমন একটা দিন আসবে, এই ঝুঁকি থেকেই যায়। সেটি বাংলাদেশ দলও মেনে নিয়েছে, জানিয়েছেন তাসকিন, ‘আজ হয়তো আমাদের ব্যাটিংয়ে ধস নেমেছে। কিন্তু এমন ইনটেন্ট না থাকলে আগের দুটি ম্যাচে ২০০ হতো না, এটা সত্যি কথা, যেটি বুঝতে হবে। আমরা যদি ভবিষ্যতে টি-টোয়েন্টিতে ভালো করতে চাই, আমাদের (এই) ইনটেন্ট থাকতে হবে। বোলার, ব্যাটসম্যান সবাইকেই আগ্রাসী মানসিকতা নিয়ে এগোতে হবে। কিছু কিছু দিন হয়তো এ রকম ইনটেন্ট দেখাতে গিয়ে ধস নামবে। এটাও আমরা মেনে নিয়ে এগোব।’

শেষ ম্যাচে হারলেও সিরিজ জিতেছে বাংলাদেশ

এমন মানসিকতাই টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে, বিশ্বাস করেন তাসকিন, ‘এমন নয় যে ভয়ডর নিয়ে থাকব। ভবিষ্যতে এটা আমাদের সাহায্য করবে। ব্যর্থ হওয়ার ভয়টাকে বাদ দিয়ে ক্রিকেট খেলা—এই অভিপ্রায় আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’

খেলার এ ধরন ধরে রাখার কথাটা তাসকিন বলেছেন বারবারই, ‘হ্যাঁ, অবশ্যই হারতে ভালো লাগবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যদি ধস নামে বা ভুল হয়…তবু আমাদের ইনটেনসিটি কমাব না। এই রকম খেলার ধরন আমরা ধরে রাখব।’

টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও খেলোয়াড়দের প্রতি বার্তা এমনই, ‘সামনে যেমন বড় বড় দলের সঙ্গে ভালো উইকেটে খেলা হবে। প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়াও থাকবে। আমাদের কিন্তু রান করতেই হবে ভাই। এই ইনটেন্ট আমাদের সাহায্য করবে। কোনো কোনো দিন ধস হতেই পারে। আমি মনে করি না যে আমরা আমাদের ইনটেনসিটি বদল করব। আমাদের ম্যানেজমেন্ট বা খেলোয়াড়দের যে চিন্তাধারা—ব্যাটিং, বোলিং দুই বিভাগে আমরা আগ্রাসী ক্রিকেট খেলব আগামীতে। ম্যানেজমেন্ট আমাদের বলেছে যাতে ভয়ডরহীন থাকি, এটা আমাদের ভবিষ্যতে বড় দল হতে সাহায্য করবে।’

আজ অবশ্য এর চেয়ে ভালো ব্যাটিং হতে পারত বলেও মনে করেন তাসকিন, ‘আরেকটু ভালো ব্যাটিং হয়তো করতে পারতাম আমরা, কারণ আমাদের সেই সামর্থ্য আছে। দুর্ভাগ্যজনকভাবে সেটা (ধস) হয়ে গেছে। কিন্তু আমাদের সবার ইনটেন্ট এমন ছিল যে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলা, আক্রমণাত্মক খেলা। আজ বাজে একটা দিন ছিল আসলে।’

এ জাতীয় আরো সংবাদ

সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

প্রকাশিতঃ ৯ নভেম্বর ২০২৪, শনি, ১০:১৫ অপরাহ্ণ

ভিসা জটিলতায় আমিরাতে যেতে পারেননি নাসুম-নাহিদ

প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৪, সোম, ১১:৩১ অপরাহ্ণ

আফগানিস্তান সিরিজের টাইগারদের দল ঘোষণা, দলে নেই সাকিব-লিটন

প্রকাশিতঃ ১ নভেম্বর ২০২৪, শুক্র, ১০:৫৮ অপরাহ্ণ

বাফুফে ভবনের উদ্দেশে ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়নদের যাত্রা শুরু

প্রকাশিতঃ ৩১ অক্টোবর ২০২৪, বৃহঃ, ৯:২২ অপরাহ্ণ

ফিলিস্তিন ফুটবল দল এখন ঢাকায়

প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৪, সোম, ১২:০৫ পূর্বাহ্ণ

শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিতঃ ৬ মার্চ ২০২৪, বুধ, ১২:৩২ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশের মেয়েরা

প্রকাশিতঃ ২৪ জানুয়ারি ২০২৪, বুধ, ১০:২৮ অপরাহ্ণ